
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়েছে। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করছেন।
রোববার বিকেল সোয়া ৩টার দিকে অ্যাম্বুলেন্সে করে সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়।
প্রবীণ রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্ত রাজধানীর ল্যাব এইড হাসপাতালে রোববার ভোররাত ৪টা ২৪ মিনিটে মারা যান।
সুরঞ্জিত সেনগুপ্ত ফুসফুসে সংক্রমণ ও রক্তে হিমোগ্লোবিন স্বল্পতাজনিত সমস্যায় ভুগছিলেন। শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শনিবার রাত ৮টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।