সংসদ নির্বাচনে সহায়তা দিতে চায় ইউএনডিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটার তালিকা হালনাগাদে সহায়তা দিতে চায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। নির্বাচন কমিশনের সাথে বৈঠকে এ কথা জানায় সংস্থাটি।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক করেন ইউএনডিপির ৮ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকটি এখনও চলছে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে নিড অ্যাসেসমেন্ট মিশনের আওতায় ইউএনডিপির আট সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকটি নির্বাচন ভবনে অনুষ্ঠিত হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনারের সাথেও বৈঠকে বসবে সংস্থাটির প্রতিনিধিরা।

এর আগেও, বিভিন্ন নির্বাচনে নির্বাচন কমিশনকে প্রশিক্ষণ এবং নির্বাচনি উপকরণ দিয়ে সহায়তা করেছে ইউএনডিপি । এছাড়া, ২১ নভেম্বর থেকে নাসির উদ্দীন কমিশনের দায়িত্ব নেয়ার পর বিদেশি প্রতিনিধিদের সঙ্গে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।