সংসদ ভবন লেকে ৭ বছরে প্রায় ১ কোটি টাকা আয়

নিজস্ব প্রতিবেদক : সংসদ ভবন লেকে মাছ ধরার টিকিট বিক্রি করে গত ৭ বছরে প্রায় ১ কোটি টাকা সংসদ সদস্য ক্লাবের কোষাগারে জমা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের চিফ হুইপ ও সংসদ সদস্য ক্লাবের সভাপতি আ স ম ফিরোজ সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, হুইপ শহীদুজ্জামান সরকার ও ইকবালুর রহীম।

চিফ হুইপ বলেন, প্রকৃত মৎস্যজীবীরা যাতে নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞার সময়ে ভালোভাবে জীবনযাপন করতে পারেন সে ব্যবস্থা করতে হবে।

এ সময় তিনি প্রকৃত মৎস্যচাষীদের শনাক্ত করে কার্ড প্রদান ও সহজ শর্তে তাদেরকে ব্যাংকঋণ দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। এ বিরল অর্জনের পেছনে প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টাসহ বর্তমান সরকারের বিরাট ভূমিকা আছে।

সংসদ ভবন লেকে আজ ৫০০ কেজি ওজনের ৪ হাজার রুই, ৩ হাজার কাতলা এবং ৩ হাজার মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।