
গাংনী ব্যুরো: মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মা রঙ্গফুল নেছা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন ( ইন্না—-রাজিন)।
তিনি গতকাল শুক্রবার বিকেল ৩টার সময় মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের মিনাপাড়া গ্রামের নিজ বাসবভনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮০) বছর। তিনি ৩ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুনগাহি রেখে গেছেন। তার মৃত্যুতে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান,দৈনিক আকাশ খবর পত্রিকার সম্পাদক তছিরুল আলম মালিক ডিউক ও স্থানীয় আ.লীগ,বিএনপি নেতা,সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
আজ (শনিবার) সকাল ৯টার সময় মিনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে মরহুমা রঙ্গফুল নেছার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানায়।