সংসার ভাঙার গুঞ্জনে অভিনেতা শ্যামল মাওলা

প্রথম বিবাহ বিচ্ছেদের পর অভিনেতা শ্যামল মাওলা গেল বছর ১০ অক্টোবর বিয়ে করেছেন মডেল মাহা শিকদারকে। এরই মধ্যে তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও শোনা যাচ্ছে। এর আগে বেশ কিছু দিন প্রেম করার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজনে।

অভিনেতা শ্যামল এর স্ত্রীর একটি ফেসবুকে পোস্ট নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। যদিও এর পরপরই পোস্টটি নিজের ফেসবুক থেকে সরিয়ে ফেলেছেন মাহা। কিন্তু সেই পোষ্ট এর ভিত্তিতে এই গুঞ্জনের রেশ ওঠে।

১৩ সেপ্টেম্বর ফেসবুক পোষ্টে মাহা এক নায়িকার নাম উল্লেখ বলেন, ‘কারো সংসার নষ্ট করার আগে ভাবা উচিত আপনিও একজন মেয়ে।’ এরপর থেকেই শুরু হয় বিচ্ছেদের কথা। অনেকেই মনে করছেন, ওই নায়িকার সঙ্গে পরকীয়া করছেন শ্যামল। ফলে সংসারে ভাঙন শুরু হয়েছে।

এ বিষয়ে জানতে মাহা এর কাছে জানতে চাওয়া হলে কোনো উত্তর পাওয়া যায়নি। তবে পাওয়া গেছে অভিনেতা শ্যামল মাওলাকে। তিনি জানান, ‘এটা কিছুই না, এটা একটা ভুল বোঝাবুঝি, আমরা ঠিক আছি’।

এদিকে নিজের ফেসবুকে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) আর একটি স্ট্যাটাস দিয়েছেন মাহা। শ্যামল মাওলার সঙ্গে সুখে আছেন বলে দাবি করেছেন তিনি।

তিনি আরো লিখেছেন, ‘কি আজব! কারো জন্য কোনো কিছু লেখা যাচ্ছে না। আমি আমার হাজবেন্ডকে নিয়ে কোনো অভিযোগ করিনি। আগে জেনে পরে কিছু লিখবেন জার্নালিস্টরা। আমরা আপনাদের দোয়াতে ভালো আছি আলহামদুলিল্লাহ।’

শ্যামল মাওলার দ্বিতীয় স্ত্রী মাহা শিকদার। তার প্রথম স্ত্রীর নাম নন্দিতা। তিন বছর সংসার করে আলাদা হয়ে যান তারা। ওই সংসারে একটি পুত্র সন্তান আছে শ্যামল মাওলার।