
ঢাকা: “বিচার-সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বর্তমান সরকার বিচার শুরু করেছে। বিএনপি সরকার ক্ষমতায় আসলে বিচার প্রক্রিয়ার কাজ এবং সংস্কার—দুটোই করবে। একটি হত্যা মামলার বিচার এক মাসে করা যায় না।”
সোমবার রাজধানীর উত্তরার ৫১নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন।
তিনি আরও বলেন,
“দেশ নিয়ে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে একটি অংশ। তারা নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে উঠেপড়ে লেগেছে। তবে কোন ষড়যন্ত্রই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না।”
উত্তরা পশ্চিম থানার সাবেক সাংগঠনিক মো. কামাল পাশার সভাপতিত্বে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন শিশির
উত্তরা পশ্চিম থানা বিএনপি যুগ্ম আহ্বায়কমোহাম্মদ আলী।
উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ন আহবায়ক মো. হান্নান মিয়া।
১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাতুল।
জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি, ১ নং ওয়ার্ড বিএনপি।
বাইতুল ইসলাম বাশার, সাংগঠনিক সম্পাদক, ১ নং ওয়ার্ড বিএনপি। যুবদল নেতা
এছাড়াও উত্তরা পশ্চিম থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।