সংস্কার সম্পন্ন করে দেশে একটি অর্থবহ নির্বাচনের ব্যবস্থা: করবেন মোবারক হোসাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন বলেন, “ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছি। দেশের মানুষ শান্তি ও স্বস্তি ফিরে পেয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়তে চায়। তাই দেশের আপামর জনতাকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সহযোগিতা করার জন্য আমি জামায়াতের নবনির্বাচিত দায়িত্বশীলগণের প্রতি আহŸান জানাচ্ছি।

তিনি আরও বলেন, দেশের মানুষের দীর্ঘদিনের লালিত আকাক্সক্ষা তারা নির্ভয়ে-নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হলো দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করা। এজন্য আমরা অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলছি। জনগণের প্রত্যাশা অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দেশে একটি অর্থবহ নির্বাচনের ব্যবস্থা করবেন।”

১৬ নভেম্বর শনিবার ২০২৫-২০২৬ কার্যকালের জন্য ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর ট্রাস্ট মিলনায়তনে ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মোঃ আবুবকর এর সভাপতিত্বে মজলিসে শূরার এক অধিবেশন ও দায়িত্বশীল নির্বাচন সম্পন্ন হয়েছে। অধিবেশনে ঝিনাইদহ জেলা জামায়াতের মোট ৩১ জন মজলিসে শূরা সদস্য, জেলা নায়েবে আমীর ও জেলা সেক্রেটারিকে শপথ বাক্য পাঠ করান জেলা আমীর অধ্যাপক আলী আজম মোঃ আবুবকর। এ সময় অধিবেশনের প্রধান অতিথি জনাব মোবারক হোসাইন প্রদত্ত বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।