
২১ ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন করিনা কাপুর খান। আড়াই মাস পরেও দেখা মিলেনি করিনার দ্বিতীয় সন্তানের।
কিন্তু হটাৎ-ই নায়িকার বাবা, রণধীর কাপুর দুর্ঘটনাবশত ছোট নাতির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফেললেন সোমবার রাতে। কিছু ক্ষণের মধ্যে সেই পোস্ট সরিয়েও ফেললেন তিনি। তবে ততক্ষণে সেই পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়ে গিয়েছে।
দুই নাতির ছবির কোলাজ পোস্ট করেন অভিনেতা রণধীর কাপুর। দুই সদ্যোজাত। বাঁ দিকে স্পষ্ট তৈমুরের ছোটবেলার ছবি। ডান দিকে অন্য এক শিশু। যাকে এখনও দেখেননি নেটাগরিকরা। তৈমুরের ভাইকে হুবহু তৈমুরের মতোই দেখতে আগে এমনটাই বলেছিলেন রণধীর কাপুর। এই ছবি প্রমাণ করে দিল সত্যিই তৈমুরের মুখের আদলের সঙ্গে খুব মিল রয়েছে ভাইয়ের।
কিন্তু এখনও সামনে আসেনি সেফ-করিনার দ্বিতীয় সন্তানের নাম। বড় ছেলে তৈমুরের সময়ে খুদের নাম নিয়ে যে বিতর্ক জন্ম নিয়েছিল, তা থেকে দূরে থাকতে চান তারকা দম্পতি। সে কথা নিজেরাই একাধিক সাক্ষাৎকারে স্পষ্ট করে দিয়েছিলেন।