
সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ সারা আলি খান। প্রায়ই মজার মজার পোস্ট শেয়ার করতে দেখা যায় তাকে।
এরই ধারাবাহিগতা রবিবার একটি মজাদার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন এই অভিনেত্রী। যেখানে একটা চায়ের দোকানের সামনে বসে থাকতে দেখা গেল এই বলি সুন্দরীকে।
যে চায়ের দোকানের সামনে সারা বসে ছিলেন তার নাম ‘সইফের চায়ের দোকান’। অর্থাৎ এই চায়ের দোকানের মালিকের নাম আর সারার ‘আব্বু’র নাম একই। ছবিতে সাদা সালোয়ার কামিজে দেখা গেল সারাকে। এই পোস্টে নিজেকে ‘চা অ্যাডিক্ট’ হিসাবে দাবি করেন সারা, পাশাপাশি নিজের ‘আব্বু’ প্রতি ভালোবাসা জানাতেও ভোলেননি। ‘আই লাভ মাই ড্যাড’ ইমোজিও জুড়ে দেন এই নায়িকা।
সারার এই ‘সেন্স অফ হিউমার’ দেখে মজাই ভাসছে নেটদুনিয়া।