সকাল থেকে শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে শনিবার সকাল থেকে শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন।

সকাল ১০টায় স্থানীয় সিটি কিন্ডারগার্টেন স্কুলে শিশুদের মুখে ভিটামিন এ প্লাস ক্যাপসুল দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

জেলায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ কর্মসূচি।

এ জন্য জেলা সদরসহ চারটি উপজেলা ও দুইটি পৌরসভায় ৮৭৭টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকৎসকরা।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক পবিত্র কুমার সিকদার ও ঝালকাঠির সিভিল সার্জন ডা. আবদুর রহিম।