সক্ষম এমন একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশী উত্তর কোরিয়ার যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম এমন একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে।

এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাত্র একদিন আগে বুধবার পূর্বাঞ্চলীয় বন্দর সিনপো থেকে জাপান সাগরে একটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল উত্তর কোরিয়া। পিয়ংইয়ং দাবি করেছে এটি তাদের শান্তিপূর্ণ ক্ষেপণাস্ত্র পরীক্ষার অংশ।

উর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে ইয়োনহাপ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ৮০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা সফল হয়েছে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজী হয়নি।

ইয়োনহাপ আরো জানিয়েছে, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতার বিষয়টি আরো যাচাইয়ের পর চলতি বছর নতুন এই ক্ষেপণাস্ত্রটি সামরিক বাহিনীতে যুক্ত করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। নতুন এই ক্ষেপণাস্ত্রটি দক্ষিণ কোরিয়ার সর্ব দক্ষিণ প্রান্ত থেকেও ছোঁড়া হলে সেটি উত্তর কোরিয়ার যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম।

এর আগে গত বছরের জুনে দক্ষিণ কোরিয়া নিজেদের তৈরি দুটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল। এই ক্ষেপণাস্ত্রগুলি ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।