
নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডির প্রধান সম্পাদককে রবিবার রাত ১১টা ৪৬মিঃ- এর সময় কে বা কারা হটাৎ মুঠো ফোনে কল করে বলেন; আপনারা সাংবাদিক আমি প্রধানমস্ত্রীর কার্যালয়ে শাহীন সচিরের সাথে কাজ করি আমার নাম ইসমাইল। আপনাদের অফিস কোথায়?
আমাদের প্রধান সম্পাদক চানতে চান আপুনি কোথায় কাজ করেন? এবং আপনার নাম কি?
মুঠোফোনে ইছমাইল বলেন; আমার নাম বিপ্লব আমি সচিব শাহীনের সাথে কাজ করি।
ফোন করা ব্যক্তি নিজেকে একবার ইসমাইল আবারও বিপ্লব কখনো দুলাল হিসেবে পরিচয় দেন। তাতে সন্দেহ আরও ঘনীভূত হয় আমাদের। আমার ফোন করা ব্যক্তি ইসমাইল ওরফে বিপ্লব ওরফে দুলালের মোবাইল নাম্বার ৩১৫৪০০৬৮৭৯৩১ যাচাই করলে দেখতে পাই তার নাম প্রকৃত নাম দুলাল। তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর নিজাম কালকিনীর বাসিন্ধা।
সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি একটি অনুসন্ধান নিয়ে কয়েকদিন হল কাজ করছে। অনুসন্ধানে জানা যায় এ দুলাল নামের ব্যক্তিসহ একটি মহল মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার দেওয়া উপহার মুজিব শতবর্ষের ঘর বিক্রি সাথে জড়িত। চর নিজাম কালকিনীর বাসিন্ধারা এ চক্রের অত্যাচারে অতিষ্ঠ। আমাদের অনুসন্ধানকে বাঁধাগ্রস্ত করতে ও ভয় দেখাতে এ ফোন কল করানো হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এভাবে প্রধানমন্ত্রীর সচিবের পরিচয় ব্যবহার করে কথা বলা আইনের সুস্পষ্ট লঙ্গন। তাই এদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায় সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি কর্তৃপক্ষ। একই সঙ্গে এ বিষয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করবে পত্রিকাটি।