
ওসমান গনি সরকার, মুরাদনগর(কুমিল্লা) উপজেলা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় খেলা দেখতে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে মুরাদনগর উপজেলার দুই মোটরসাইকেল আরোহী(দুই বন্ধু) নিহত হয়েছে। রবিবার বিকালে হোমনা উপজেলা মুরাদনগর-হোমনা সড়কের রঘুনাথপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শফিউল্লাহ মিয়া(১৯) উপজেলার ডুমুরিয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ও সোহাগ মিয়া(১৭) একই উপজেলার সাতমোড়া গ্রামের আল-আমিন মিয়ার ছেলে। দুই বন্ধুর মৃত্যুতে এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বইছে শোকের মাতম।
স্থানীয়রা জানান, রবিবার বিকালে শফিউল্লাহ ও আল-আমিন মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী হোমনা উপজেলায় খেলা দেখতে যাওয়ার পথে (মুরাদনগর-হোমনা) সড়কের রঘুনাথপুর এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে শফিউল্লাহ ও সোহাগ বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলই শফিউল্লাহর মৃত্যু হয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তিতে পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।