
মুন্সিগঞ্জের গজারিয়া পুলিশ ফাঁড়ির সড়কের সামনে মারাত্মক সড়ক দুর্ঘটনা। গাড়ির সামনের অংশের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে অল্পের জন্য বেঁচে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।
ইরফান বলেন, ‘শনিবার (১৯ জুন) বিকালে নিজের মতো করেই গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে বেপোরোয়া গতিতে একটা বাস আসছিল দেখে সাইড দিই। এসময় বাসটা ডান পাশ দিয়ে যাওয়ার সময় আমাকে চাপ দেয়। আমার সামনে একটি সিএনজি চালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল। অটোরিকশাকে পাশ কাটিয়ে সামনের ফাঁকা জায়গায় যাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু অটোরিকশা চালক হঠাৎ ডানে ঘোরানোয় অটোরিকশা আর বাসের মাঝামাঝি পড়ে যাই আমি। ওখানে হার্ড ব্রেক করলে পেছন থেকে আরেকটা গাড়ি এসে আমার গাড়িকে জোরে ধাক্কা মারে।’
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা সংবাদমাধ্যমকে বলেন, ‘হাইওয়েতে গাড়ি চালাতে গিয়ে আর কখনও এমন ভয়ংকর পরিস্থিতে পড়িনি। আল্লাহর রহমতে অল্পের জন্য বেঁচে গেলাম। এ ঘটনার পর পুলিশ এসে সবাইকে রক্ষা করে। সাড়ে ৩ ঘণ্টা আমি গজারিয়া পুলিশ ফাঁড়িতে ছিলাম। এ সময় পুলিশ সবার সঙ্গে কথা বলেন ঘটনার সমাধান করে দেন।’