
সাইদুর রহমান, নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে দাপিয়ে বেড়ানো আতঙ্কের নাম নভেল করোনাভাইরাস বা কোভিড ১৯। ইতোমধ্যেই বিশ্বজুড়ে ১১ লাখেরও বেশি মানুষ এতে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন যারা তাদের সংখ্যাও ষাট হাজার ছুইছুই। অথচ শুরুর দিকে বিষয়টিকে কেউই তেমন পাত্তা দেয়নি। তবে নভেল করোনা অতটা করুণা করেনি। সে দ্রুত ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে। হাতে গোনা কয়েকটি বাদে প্রায় সবদেশেই হানা দিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। গত ১ ডিসেম্বর ২০১৯ এ চীনের উহান প্রদেশ থেকে এই ভাইরাসের সুত্রপাত হয়। আর মাত্র তিনমাসের মধ্যেই অতিক্ষুদ্র এক ভাইরাস কাবু করে ফেলেছে সবাইকে। এমন ক্রান্তিকাল আগে কখনোই দেখেই বিশ্ববাসী।
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও নয়জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। আক্রান্তদের মধ্যে আরও দুজন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছেন আরও চারজন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ৩০।
চলমান এই মহামারী ঠেকাতে জরুরীভাবে অন্যান্য দেশের মত বাংলাদেশেও লকডাউন করে দেয়া হয় সবকটি স্থান। যেখানে বলা হয়েছে সামাজিক দুরুত্ব বজায় রাখার জন্য আর জরুরী প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে না বের হবার কথা। বাড়িয়ে দেয়া হয়েছে ছুটি। কিন্তু দেশের পরিস্থিতি অনেকটাই ভিন্নবার্তা দিচ্ছে। বন্ধ পেয়ে যেমন করে তারা ছুটে যাচ্ছে নারীর টানে আবার অনেকে ক্ষুধাকে হার মানাতে বেরিয়ে পরছেন রাস্তায়।
তবে কি এদেশের মানুষ সতর্কতা মানছে না, নাকি মানতে পারছেন না?
২০১৭ আদমশুমারী অনুযায়ী ১৬ কোটি জনসংখ্যার এই দেশে সিংহভাগ জুড়েই মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের বসবাস। যদি ধরে নেয়া হয় এদের সংখ্যা ১০ কোটি তাহলে হিসেবটা মন্দ হবে না। এই ১০ কোটি এর মধ্যে ৫ কোটি মধ্যবিত্ত আর ৫ কোটি নিম্ন আয়ের মানুষে ভাগ করে নিলাম।
সংখ্যাটা পাঁচ শুনে কম মনে হলেও এর পরে কতগুলো শূন্য অবস্থান করে তাও কিন্তু একবার খতিয়ে দেখতে হবে। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এই ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।
সরকারী এই নিয়মকে সাধুবাদ জানিয়েছে সবাই। তাহলে, যারা দিন এনে দিন খায় তাদেরও তো ছুটি। কিভাবে জ্বলবে তাদের হাড়ি? যেখানে কর্মস্থল বন্ধ, আয়ের কোন উৎস নেই সেখানে তাদেরকেও তো হার মানাতে হবে ক্ষুধাকে।
সরকারের তরফ থেকে তাদের জন্য নানা উদ্যোগ নেয়া হয়েছে। বরাদ্দ দেয়া হয়েছে খাদ্যসামগ্রীর। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রশাসন, সেনাবাহিনী, নেতাকর্মী- জনপ্রতিনিধি ও দেশের বিভিন্ন শ্রেণির মানুষ সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে আসছেন। এই সাহায্য কিনা আবার আমাদের জন্য কাল হয়ে আসে বলে ভাবছেন অনেক সমাজবিজ্ঞানী। কেন তারা এমন ভাবছেন? এমন প্রশ্নের উত্তরে মিলল চাঞ্চল্যকর কিছু তথ্যের। যেখানে করোনা এর প্রভাব ঠেকাতে বারবার বলা হচ্ছে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য সেখানে সমন্বয় না থাকায় জনসমাগম বা বিশৃঙ্খলা সৃষ্টির অনেক অভিযোগ উঠছে। সাহায্যকারিদের অনেকে বলেছেন, জনসমাগম এড়ানো সম্ভব হচ্ছে না।
তবে সরকার বলছে, এখন থেকে সারাদেশে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে তালিকার মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সাহায্য দেয়া না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। দেশে লকডাউনের মধ্যে দরিদ্র জনগোষ্ঠী বা নিম্ন আয়ের দেড় কোটির বেশি মানুষকে খাদ্য সহায়তা দেয়া প্রয়োজন বলে ত্রাণ মন্ত্রণালয়ের হিসাবেই বলা হচ্ছে। আর আমরা আমাদের সমীকরণে ধরে নিয়ে ছিলাম এই সংখ্যা ৫ কোটি। সেখান থেকে সরে গিয়ে আমরা এই দেড় কোটির হিসেবেই থাকছি।
ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের ত্রাণ দেয়ার সময় বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এই সিটি করপোরেশনের বিদায়ী মেয়র সাঈদ খোকন বলেছেন, ওয়ার্ডে ওয়ার্ডে বাসিন্দাদের মধ্যে নিম্নআয়ের তালিকা করে ঘরে ঘরে খাদ্য সাহায্য পৌঁছানো হচ্ছে। তবে একইসাথে তিনি স্বীকার করেছেন, এর বাইরে দুস্থদের জড়ো করে সাহায্য দিতে গিয়ে তারা সমস্যায় পড়েছিলেন।
“আমাদের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে রিক্সা চালক এবং দিনমজুর যারা আছেন তাদের চিহ্নিত করা খুব কঠিন। সেজন্য বিভিন্ন রাস্তায় ট্রাফিক পুলিশের সহায়তা নিয়ে তাদের এক জায়গায় জড়ো করে সাহায্য দেয়া হয়। তাদের সাহায্য দিতে গিয়ে একটা রিক্সা থেকে আরেকটা রিক্সার মধ্যে দূরত্ব থাকে। এটাও সত্য আমরা যখন আমরা আমাদের রিক্সা চালক ভাইদের দিতে যাচ্ছি, তখন অনেক ছিন্নমূল ও দুস্থ মানুষ জড়ো হয়ে যায়। আমরা তিন চারদিন আগে এরকম সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম। তখন সেই কার্যক্রম আমাদের বন্ধ করতে হয়েছিল।”
যেখানে সরকারিভাবে জড়ো করে সাহায্য দিতে গিয়ে তারা সমস্যায় পড়েছেন সেখানে সাধারণ মানুষ কিংবা সংগঠন এর পক্ষে এটা নিয়ন্ত্রন করা কতটা কঠিন তা আর বোঝানোর প্রয়োজন হল না। এমন নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার এখন ব্যক্তি বা কোনো সংগঠনের নিজেদের উদ্যোগে জনসমাগম না করে তাদের সাহায্য সারাদেশে জেলা প্রশাসনের কাছে দেয়ার নির্দেশ দিয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান বলেছেন, “এটা সত্যি যে ব্যক্তিগত উদ্যোগে সাহায্য করতে গিয়ে সামাজিক দূরত্বটা আর বজায় রাখতে পারে নাই। যার কারণে কমিউনিটি সংক্রমণের শংকা বাড়ছে। এটা দেখার পর আমি নিজেই ডিসিদের কাছে এই ইনফরমেশন পাঠাই, এবং সেনাবাহিনীকে অনুরোধ করি তারা যেনো এটা তত্বাবধান করে। তিনি উল্লেখ করেছেন, ব্যক্তি এবং বিভিন্ন সংগঠন সহ বেসরকারি উদ্যোগে ত্রাণ সহায়তা দেয়া হোক – সেটা সরকার চাইছে। কিন্তু সেই সহায়তা সরকারের সাথে সমন্বয় করে দিতে হবে।”
অন্যদিকে ছুটির সময়ে অফিস-আদালত থেকে গণপরিবহন, সব বন্ধ করে দেয়া হয়েছে। কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল, জরুরি সেবা এই বন্ধের বাইরে থাকছে। জনগণকে ঘরে রাখার জন্য মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনীও। তাহলে কাচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল, জরুরি সেবা যারা প্রদান করছেন তাদের সংখ্যাও তো কম নয়। তাদের পরিবহনের জন্য প্রয়োজন হচ্ছে পরিবহনের। তাহলে এই ঢলকে কিভাবে সামাল দিবে প্রশাসন?
নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য যদি একজন করেও বাইরে আসে তাহলেও তো সমাগমের পরিধি ছোট হবে না। আর এই সমাগমে নিয়ন্ত্রন করতে গিয়ে যদি আইন শৃংখলা বাহিনীর কেউ সংক্রমিত হয় তবে সেটাও তো ঝুঁকিপূর্ণ!
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি ছুটির মধ্যে কর্মহীন শ্রমজীবী মানুষকে সহায়তার জন্য খোলা বাজারে (ওএমএস) ১০ টাকা কেজি দরে রোববার (৫ এপ্রিল) থেকে চাল বিক্রি শুরু হচ্ছে। প্রথম দিন রাজধানীর দুটি স্থানে এই বিশেষ কার্যক্রম পরিচালিত হবে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে একজন ভোক্তা সপ্তাহে একবার ৫ কেজি চাল কিনতে পারবেন। এতে বলা হয়, রোববার এই বিশেষ ওএমএস কার্যক্রম ঢাকা মহানগরের দুটি কেন্দ্র দিয়ে শুরু হবে। এর মধ্যে একটি হলো মিরপুরের ৭ নং ওয়ার্ডের শিয়ালবাড়ীর রূপনগর ঝিলপাড় বস্তি, অন্যটি মহাখালীর সাততলা বস্তি এলাকা।
বস্তি এলাকায় এই ধরনের কর্মকান্ড পরিচালনার মাধ্যমে কি আবার নতুন করে সমালোচনার মধ্যে পরতে যাচ্ছে খাদ্য মন্ত্রণালয়?
সব মিলিয়ে এই জন সমাগম এভাবে রোধ করা আসলেই কষ্টকর। তাই না আমরা সতর্কতা মানছি, না মানতে পারছি। যেটা প্রয়োজন, সমাগম এড়িয়ে বাড়ি বাড়ি খাবার বা সহযোগীতা পৌছে দেবার কমিটি আর সেচ্ছাসেবক। হতে পারে এটা অনেকটা হোম ডেলীভারী সার্ভিসের মত। তবে আসলে আমরা সতর্ক হতে পারবো আর মানতে পারবো সতর্কতা, এমনটাই আশা করেন সি. পি. ইনভেষ্টিগেশন লিঃ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরী।
সবাই তার যায়গা থেকে সতর্ক না হলে আমাদের পক্ষে এই মহামারী মোকাবেলা দুষ্কর হয়ে যাবে আর সতর্কতা অবলম্বনের জন্য পর্যাপ্ত সুযোগ করে দিতে হবে। তবেই এই বাংলা জাতির পিতার ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলায় পরিণত হবে।