সতর্ক থাকার নির্দেশ মালদ্বীপে বাংলাদেশিদের

সচিবালয় প্রতিবেদক : মালদ্বীপে জরুরি অবস্থা জারির পর দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

বাংলাদেশিদের সতর্ক করে সোমবার রাতে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় কাজ ছাড়া বাংলাদেশিদের বাইরে বের না হওয়ার পরমার্শ দিয়ে কোনো মিছিল, মিটিং বা সমাবেশে অংশগ্রহণ না করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া যে কোনো প্রয়োজনে দূতাবাসের হটলাইনে (৯৬০-৩৩২০৮৫৯) যোগাযোগ করতে বলা হয়েছে।

এদিকে, মালদ্বীপে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হওয়ায় সেখানে নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করেছে ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র।


উল্লেখ্য, মালদ্বীপের সর্বোচ্চ আদালতের দেওয়া একটি ঐতিহাসিক রায়কে কেন্দ্র করে রাজনৈতিক সংকট বেড়ে যাওয়ার আশঙ্কায় সোমবার জরুরি অবস্থা জারি করা হয় দেশটিতে।

আগামী ১৫ দিনের জন্য মালদ্বীপে জরুরি অবস্থা জারি করেন দেশটির প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিন। সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্টের সহযোগী ও আইনবিষয়ক মন্ত্রী আজিমা সাকুর জরুরি অবস্থা জারির ঘোষণা দেন।