সদরঘাটে অভিযান, ৭ লঞ্চকে জরিমানা

রাজধানীর সদরঘাটে অভিযান চালিয়ে সাতটি যাত্রীবাহী লঞ্চকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে নৌপরিবহন অধিদপ্তর এ আদালত পরিচালনা করে।

অভিযানে ঢাকা-পটুয়াখালী (বগা) রুটের জামাল-৫, ঢাকা-বরিশাল (লোকাল) রুটের সম্রাট-২, ঢাকা-বরিশাল রুটের অ্যাডভেঞ্চার-৯, ঝালকাঠি রুটের ফারহান-৭, ঢাকা-তুষখালী রুটের পূবালী-৭, ঢাকা-হাতিয়া রুটের তাসরিফ-২ ও ঢাকা-মেহেন্দীগঞ্জ রুটের ইয়াদ-২ লঞ্চকে মোট ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, ওই সাত লঞ্চের তেলের লাইনে লিকেজ ছিল। লঞ্চগুলোর ইঞ্জিনের তাপ নিয়ন্ত্রণের পাইপে তাপনিরোধক আস্তরণ ছিল না। একটিতে ছিল না অগ্নিনির্বাপক যন্ত্রও। আরেকটিতে নেভিগেশন লাইট ছিল না।