সনদে বিষয়গুলোর গ্রহণযোগ্যতাও বিবেচনা করতে হবে

জুলাই জাতীয় সনদের মাধ্যমে চাপিয়ে দেওয়া বিষয়গুলো জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে, তাও বিবেচনায় নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘রাষ্ট্র মেরামতের জন্য যে সংস্কার প্রক্রিয়া চলছে, সেটির মূল উদ্যোগ নিয়েছে বিএনপি। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা দেওয়া হয়েছে। সংস্কারের সব উদ্যোগ বিএনপিই শুরু করেছে। ভিন্নমত থাকবেই, সবাই একমত হবে না। প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়েও ভিন্নমত থাকতে পারে। তবে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে নতুন পার্লামেন্ট গঠিত হবে, তারা সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

বৃহস্পতিবার বিকালে রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লুতে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক সংলাপে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।

গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার ক্ষেত্রে নির্বাচনের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ‘গণতন্ত্রের জন্য মানুষ প্রাণ দিয়েছে, কিন্তু তা চর্চার সুযোগ পায়নি। বারবার গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে একটি গণতান্ত্রিক শক্তিই একসময় বাকশাল প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে হত্যা করেছিল। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ এসেছে। আর গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার জন্য নির্বাচনই একমাত্র বিকল্প।’

পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, ‘পিআর চাপিয়ে দেওয়ার বিষয় নয়। সাধারণ মানুষ এখনো এ ধারণা বোঝে না। জনগণকে আগে প্রস্তুত করতে হবে, বোঝাতে হবে। এরপরই এ ধরনের পরিবর্তন টেকসই হতে পারে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি সব ফ্যাসিস্টবিরোধী শক্তিকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনই এখন সময়ের দাবি।’

সংলাপে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, অনেকেই মৌলিক বিষয়ের (ঐকমত্য) কথা বলেন। আমার কাছে যেটা মৌলিক বিষয়, সেটা কমিউনিস্ট পার্টির কাছে নাও হতে পারে। একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা কমিউনিস্ট পার্টি স্বাধীনভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করে। ঐকমত্য কারও ওপর চাপিয়ে দেওয়া যায় না। আবার যারা একমত নয়, তারাও একেবারে বিদ্রোহী হয়ে যাবেন, এটাও মনে করি না।

স্থায়ী কমিটির আরেক সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, ঐক্য ছাড়া আমাদের উপায় নেই। আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে। তিনি বলেন, আমরা অনেক ভাগ্যবান। একাত্তর দেখেছি, আবার ২০২৪ সালে শহীদ আবু সাঈদকে দেখেছি। পৃথিবীর অনেক ধনী দেশ আছে। তাদের অনেক সম্পদ আছে। কিন্তু তারা আবু সাঈদ সৃষ্টি করতে পারবে না। যে নিরস্ত্র ব্যক্তি বুলেটের সামনে বুক পেতে দেয় প্রসারিত করে।

সংলাপে আসন্ন নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব তুলে ধরে একটি নিবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মতভেদ থাকলেও তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আলোচনাই সব সমস্যার পথ। ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে, যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জনগণ তাদের ভোট দিতে পারে।

এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আয়োজক সংগঠনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর বলেন, আমরা আজ জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। বাংলাদেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা, উন্নয়ন এবং বৈশ্বিক অবস্থান নির্ভর করছে আসন্ন নির্বাচনের অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক আয়োজনের ওপর। তিনি আরও বলেন, নির্বাচন বিলম্বিত করা বা প্রশ্নবিদ্ধ করার যে কোনো উদ্যোগ জনগণের আকাঙ্ক্ষাকে পদদলিত করে এবং রাষ্ট্রের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দেয়। একটি গ্রহণযোগ্য নির্বাচনই রাষ্ট্রকে জনগণের ম্যান্ডেট ও আস্থা ফিরিয়ে দিতে পারে। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র কেবল নির্বাচন নয়, এটি রাজনৈতিক সংস্কৃতির উন্নয়নের নিয়ামক শক্তি। প্রতিপক্ষকে প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখা যেতে পারে; কিন্তু কখনোই শত্রু হিসাবে নয়। আলোচনার মাধ্যমে ঐক্যের পথে এগিয়ে যাওয়াই এখন সময়ের দাবি।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, আজ দেশে দুটি কোর প্রশ্নে আমাদের ঐক্য হওয়া উচিত। দেশের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষা করা। যেটা বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদকে কেন্দ্র করে। দ্বিতীয়ত হচ্ছে গণতন্ত্রের প্রশ্নে আমাদের দৃঢ় মত হওয়া। এ দুই বিষয়ে একমত হয়ে আমরা সব দল যদি একটা নীতি ও লক্ষ্য তৈরি করতে পারি, তাহলে যতদূর সম্ভব একটা নির্বাচনের মধ্য দিয়ে দেশের যত সমস্যা আছে, জাতির যত সমস্যা আছে, সেগুলো দূর করতে পারব।

যারা সংবিধানের দোহাই দিয়ে নির্বাচনের দাবি করছেন, তারা দেশে গৃহযুদ্ধ বাধানোর চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, সংবিধানে লেখা আছে, নির্বাচন হবে পাঁচ বছর পরে; ২০২৪-এর পরের নির্বাচন ২০২৯ সালে। কোন সাংবিধানিক যুক্তির ভিত্তি থেকে নির্বাচন চাওয়া হচ্ছে, সে প্রশ্নও তোলেন ফরহাদ মজহার। দেশের প্রচলিত আইন মানার বাধ্যবাধকতা তুলে ধরে তিনি বলেন, যদি আপনারা মনে করেন ঠিক আছে উপদেষ্টার সরকার (অন্তর্বর্তী সরকার) শেখ হাসিনার সংবিধান মেনেছে, তাহলে ২০২৯ সালের নির্বাচন আপনাকে মেনে নিতে হবে।

আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেন, আজ প্রধান উপদেষ্টা একটা দিকনির্দেশনামূলক ছোট বক্তব্য দিয়েছেন। আমি মনে করি, নির্বাচন নিয়ে যে বিতর্কগুলো তৈরি হচ্ছিল, এর মধ্যে ড. ইউনূসের বক্তব্য রাষ্ট্রনায়কোচিত হয়েছে। তিনি যে আজ চার দফার কথা বলেছেন, এটা মেনেই আমাদের সব রাজনৈতিক দলের উচিত নির্বাচনের দিকে এগোনো এবং আর কোনো জটিলতা তৈরি না করা। কারণ, জটিলতা তৈরি করলে পতিত ফ্যাসিস্ট ও তার খুনি বাহিনী এবং ভারত লাভবান হবে।

দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার বলেন, আজম খানের গানের একটা লাইন আছে ‘আলাল যদি ডাইনে চলে দুলাল চলে বায়ে’। এই যে আলাল আর আলালের গিরিঙ্গির মধ্যে বাংলাদেশে জুলাই চেতনার ১২টা বেজেছে। আমরাও দেশটাকে মোটামুটি গর্তে ফেলে দেওয়ার কিনারে পৌঁছে গিয়েছি।

তিনি বলেন, আমাদের বেডরুমে লেগেছে আগুন। আর ড্রইংরুমে বসে ক্ষমতার ভাগাভাগি নিয়ে অস্থির হয়ে গেছি।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যখন ফিরলাম, বিপুল প্রত্যাশা ও স্বপ্ন ছিল। কিন্তু দেখলাম বোতলের লেবেলটা পালটে গেছে; কিন্তু ভেতরে মালামাল আগের মতোই রয়ে গেছে। আগে ছিল আইয়ুব খান, এসে বসেছে মুজিব খান। এই যে আইয়ুব খান, মুজিব খান-মানুষের পরিবর্তন হলো, দেশের কোনো পরিবর্তন হলো না।

কবি আবদুল হাই শিকদার বলেন, আজকের দিনের যে প্রেক্ষাপট সারা দেশে চলছে, এই বিরাজমান অবস্থার মধ্য দিয়েও যদি আমরা না বুঝি দেশ কোনদিকে যাচ্ছে? যদি ফেইল করি। যদি আপনারা ঐক্য বজায় রাখতে ব্যর্থ হন, তাহলে বাংলাদেশ আবার সেই আওয়ামী গর্তে পড়ে যাবে। আবার সেই ফ্যাসিবাদ। আবারও প্রো-ইন্ডিয়া। আবারও বাংলাদেশবিরোধী তৎপরতা গড়ে উঠবে। আমাদের স্বপ্ন বারবার লাঞ্ছিত হয়েছে। বারবার উপেক্ষিত হয়েছে। এবার যেন সেটা না হয়। দারুণ একটা সুযোগ আমাদের সামনে এসেছে। এটা যেন আমরা নষ্ট না করি।

রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলোকে ধারণ করতে হবে, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ কী চেয়েছে। রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, সবজিওয়ালা থেকে শুরু করে একেবারে প্রান্তিক মানুষের কাছে গিয়ে জেনে আসেন তারা কী চাচ্ছেন? অনেক আশা নিয়ে কিন্তু তারা রাস্তায় নেমে এসেছিল।

প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান বলেন, জাতীয় ঐক্য আমাদের গড়তে হবে একটি রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে গড়ে ওঠার মধ্য দিয়ে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, রাজনৈতিক দলগুলোর ওপরই আসলে ভরসা। নির্বাচনের ওপরই আসলে আমাদের ভরসা করতে হবে। সংস্কারের নামে অনৈক্য নয়, বরং ঐক্য বজায় রাখার জন্যই সংস্কারের জয়গাগুলো সংস্কার করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন বলেন, গণ-অভ্যুত্থানে কিন্তু বিভিন্ন আদর্শ এবং মতের মানুষ ছিল। গণ-অভ্যুত্থানে কেউ জিজ্ঞেস করেনি কে ডানপন্থি, কে বামপন্থি, কে মধ্যপন্থি বা কে ইসলামপন্থি রাজনীতি করে। আমাদের সবার একটাই পরিচয় ছিল-আমরা বাংলাদেশপন্থি রাজনীতি করতে চেয়েছি।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান একটা সম্মিলিত অংশগ্রহণ। কোনো একক দল এতে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। সবাই মিলে হয়েছে। এটা যদি আমরা বিবেচনায় না নিই, তাহলে আমরা যার যার ইচ্ছা চাপিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা সংঘাত তৈরি করবে এবং ফ্যাসিস্ট ও তার দেশি-বিদেশি প্রভুদের সুবিধা করে দেবে।

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ঐকমত্যে পৌঁছার ক্ষেত্রে নিজের ক্ষমতা ও সুবিধাকে মাথায় রেখে আমরা মতামত দিই। এগুলো যদি আমরা বিপদের কথা চিন্তা করে দিতাম, তাহলে সহজেই আমরা একমত হতাম।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, গণ-অভ্যুত্থানপরবর্তী নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদ হবে, সেটা যেন ভাইব্রেন্ট হয়। সেখানে আমরা যেন আমাদের শাসনতন্ত্র, পররাষ্ট্রনীতি, জাতীয় স্বার্থ নিরাপত্তা, বিশেষ করে রাষ্ট্রের মৌলিক ইস্যুতে একটা মতৈক্যে থাকতে পারি।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, আমরা যখন বলি, আন্দোলন ম্যান্ডেট দিয়ে দিয়েছে, এটা বললে জনগণ বিভ্রান্ত হয়। এখন সেই সরকার, যার সঙ্গে জনগণের সম্পর্ক নেই। সে সরকার যা করবে, সেটা জনগণের ম্যান্ডেট। এটা ঠিক নয়। একমাত্র ম্যান্ডেট দিতে পারে জনগণ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, জাতীয় ঐক্য আপনার-আমার স্বার্থের বিষয় নয়। এটা দলগুলোর স্বার্থের বিষয় নয়। বাংলাদেশকে যদি আপনি পরিবর্তন করতে চান, দলীয় স্বার্থ পুরোটা বাদ দিতে হবে।

সংলাপ সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মামুন আহমেদ। সংলাপে আরও উপস্থিত ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আশরাফুল হুদা, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত প্রমুখ।

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি কখনো আপস করবে না : এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে মোবাইল ফোনে যুক্ত হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি কখনো আপস করবে না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হওয়ার কথা ছিল বিএনপি মহাসচিবের। তবে জরুরি কারণে তিনি উপস্থিত হতে পারেননি।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে এই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। সেখানে বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কখনো আপস করব না। অবশ্যই জাতীয় স্বার্থকে ঊর্ধ্বে রেখে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ার চেষ্টা করব। সব মানুষের, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব।’

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপির সহ-সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক সাইদ সোহরাব। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাসের আহ্বায়ক হেলাল খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন।