সন্তানের সামনে মাকে ধর্ষণ, পাকিস্তানে দু’জনকে ফাঁসি

আন্তর্জাতিক ডেস্কঃ শিশু সন্তানের সামনে মাকে ধর্ষণের ঘটনায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি আদালত। ২০২০ সালে ৯ সেপ্টেম্বর পাকিস্তানের সড়কের পাশে এই ধর্ষণের ঘটনা ঘটে। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, আবিদ মালহি ও শাফকাত আলি বেগ। গতকাল (২০ মার্চ) পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরের একটি বিশেষ আদালত এই রায় দেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

গণধর্ষণ, অপহরণ, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সাজা দেওয়া হয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। অবশ্য, তাদের আইনজীবী উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।

ঘটনার বর্ণনা দিয়ে বিবিসি জানায়, ২০২০ সালে ৯ সেপ্টেম্বর দুই সন্তানকে নিয়ে গাড়িতে করে লাহোরের বাইরে যাচ্ছিলেন ৩৫ বছরের ওই নারী। মাঝপথে গাড়ির তেল শেষ হয়ে গেলে তিনি তার আত্মীয়দের ফোন করে বিষয়টি জানান। তারা তাকে পাকিস্তান সড়কপথের জরুরি সহায়তা নম্বরে ফোন করার পরামর্শ দেন। ওই নম্বরে ফোন করে গাড়ির বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন।

তখনই ওই দুই ব্যক্তি ঘটনাস্থলে আসে এবং গাড়িটি ভাঙচুর করে টাকা এবং অলঙ্কারসামগ্রী ছিনিয়ে নেয়। এরপর ওই নারী ও তার শিশু সন্তানদের সড়কের পার্শ্ববর্তী একটি শস্যখেতে নিয়ে গিয়ে সন্তানদের সামনে তাকে পালাক্রমে ধর্ষণ করে।

পুলিশ জানায়, ওই নারী ধর্ষকদের চেহারার সঠিক বিবরণ দিতে পেরেছিলেন। যার ফলে অপরাধীদের ধরা সহজ হয়েছে।

সূত্র: বিবিসি