সন্ত্রাসীরা দেশের যে প্রান্তেই থাকুক গ্রেপ্তার করা হবে: বিপ্লব কুমার

নিজস্ব প্রতিবেদকঃ সন্ত্রাসীরা দেশের যে প্রান্তেই পালিয়ে যাক না কেন তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিপ্লব কুমার বলেন, দেশে উন্নয়নের যে জোয়ার শেখ হাসিনা সৃষ্টি করেছেন, সন্ত্রাসীরা বেছে বেছে সেগুলোতে হামলা করেছে। উন্নয়ন যাত্রা ব্যাহত করতেই তারা হামলা করেছে। সব নথিপত্র তারা পুড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, পুলিশের পোশাকের ওপর আঘাত করা মানে আইজিপি ও ডিএমপির ওপর আঘাত। পুলিশ সদস্যদের ওপর হামলাকারীদের কালো হাত আইনগতভাবে ভেঙে দেওয়া হবে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, সন্ত্রাসীরা গাঁ ঢাকা দিয়ে আছে। ঢাকায় দিনে-রাতে পুলিশের অপারেশন চলমান। জামায়াত-বিএনপি চক্রকে ধরতে পুলিশ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।

বিপ্লব কুমার আরও বলেন, সন্ত্রাসীরা যেন ঢাকা না ছাড়তে পারে সেজন্য কাজ চলছে। ঢাকার ভেতরে যারাই থাকুক না তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।