আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসী অর্থায়নের অভিযোগে পাকিস্তানে ৫ হাজার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
এর মধ্যে জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের ব্যাংক হিসাব রয়েছে।
জব্দ করা এসব অ্যাকাউন্টে ৪০০ মিলিয়ন রুপি গচ্ছিত আছে। সন্ত্রাসবিরোধী আইনবলে এ বিপুল পরিমাণ অর্থের লেনদেন স্থগিত করেছে পাকিস্তান সরকার।
১ হাজার ২০০ অ্যাকাউন্ট ব্যবহারকারী পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আইনের ভাষায় ‘উচ্চঝুঁকি সৃষ্টিকারী এ ক্যাটাগরির’। ব্যাংক অব পাকিস্তান তাদের এসব হিসাব জব্দ করেছে।
‘এ ক্যাটাগরির’ তালিকায় রয়েছে মাসুদ আজহারের নাম। জানুয়ারি মাসে ভারতের পাঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলার পর পাকিস্তান সরকার আজহারকে ‘নিরাপত্তা হেফাজতে’ রেখেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংক অব পাকিস্তানের নির্দেশে আমরা সন্দেহভাজন সব সন্ত্রাসীর অ্যাকাউন্ট জব্দ করেছি। এর মধ্যে আল্লাহ বক্সের ছেলে মাসুদ আজহারের অ্যাকাউন্টও আছে।
পাকিস্তানে সন্ত্রাসী নেটওয়ার্ক খুবই শক্তিশালী। অভিযোগ রয়েছে- দেশে ও বাইরে হামলা চালাতে ব্যাংকের মাধ্যমে অর্থের লেনদেন করে থাকে এ নেটওয়ার্ক। বিষয়টিকে আমলে নিয়ে ব্যাংক অব পাকিস্তান সন্দেহভাজন সন্ত্রাসীদের ৫ হাজার ব্যাংক হিসাব জব্দ করেছে।