ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে দলীয় অঙ্গনে। তাঁর নামাজে জানাজা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থকসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় বক্তারা বলেন, আজিজুর রহমান মুসাব্বির ছিলেন একজন ত্যাগী ও নিষ্ঠাবান সংগঠক। দল ও গণতন্ত্রের আন্দোলনে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। তাঁরা এই হত্যাকাণ্ডকে নৃশংস ও পরিকল্পিত সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, এ ধরনের হামলার ঘটনা ঘটছে, যা দেশের গণতান্ত্রিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
জানাজা শেষে মরহুম আজিজুর রহমান মুসাব্বিরের মরদেহ দাফনের উদ্দেশ্যে তাঁর গ্রামের বাড়ির পথে নেওয়া হয়।


