জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করি, শান্তিপূর্ণ দেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে।
তিনি আরো বলেন, প্রগতিশীল লেখক, শিল্পী, সমাজকর্মীদের তাদের লেখা ও কর্মের মাধ্যমে সন্ত্রাস বিরোধী জনসচেতনা সৃষ্টি করতে হবে।
এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কাজী সাইফুদ্দীন, সাধারণ সম্পাদক অধ্যাপক নূরে আলম আব্দুল্লাহ, রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান, নীলদলের সভাপতি অধ্যাপক আইনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।