সন্ধ্যা ৬টা পর্যন্ত গ‌্যাস থাকবে না আগারগাঁও-মিরপুরে

নিজস্ব প্রতিবেদক : মেট্রোরেলের মূল কাজ শুরুর অংশ হিসেবে রোকেয়া সরণির নিচ দিয়ে যাওয়া গ্যাস পাইপলাইন সরানোর কাজ শুরু হয়েছে।

এ জন্য বুধবার সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁও-মিরপুর এলাকায় গ‌্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

মেট্রোরেল প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোফাজ্জেল হোসেন এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এই কাজ সন্ধ্যা পর্যন্ত চলবে। এ জন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত এই দুটি এলাকার গ‌্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এই উন্নয়ন কাজের জন্য ‘বুধবার আট ঘণ্টা গ‌্যাস সরবরাহ বন্ধ থাকবে’ মর্মে ঘোষণাও দেওয়া হয় বলে জানান মো. মোফাজ্জেল হোসেন।

সূচি অনুযায়ী আগামী বছরের জুন থেকে ঢাকা মেট্রোরেল প্রকল্পের মূল কাজ শুরু হওয়ার কথা। তার আগে এ বছরের নভেম্বর থেকে শুরু হয়েছে প্রকল্প এলাকায় থাকা বিভিন্ন সেবা সংস্থার অবকাঠামো সরানোর কাজ।

এর অংশ হিসেবে রোকেয়া সরণির তালতলা থেকে মিরপুর-১০ নম্বর পর্যন্ত সড়কের এক পাশ খুঁড়ে গত নভেম্বরে ভূগর্ভস্থ বৈদ্যুতিক সঞ্চালন তার প্রতিস্থাপন করা হয়। সে সময় এক দিকের রাস্তায় তিন লেনের মাঝের একটি লেন বন্ধ ছিল।