সপরিবারে মালদ্বীপে কারিনা

সপরিবারে মালদ্বীপ অবস্থান করছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। মালদ্বীপের ঘোরাঘুরি বেশ কয়েকটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন কারিনা। ইনস্টাগ্রামে ছেলের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘জাহাঙ্গীরের প্রতি তার ভালোবাসা অটুট থাকবে সারজীবন।’ ছবিতে দেখা গেছে, জাহাঙ্গীরকে বুকে নিয়ে সমুদ্রসৈকতে দাঁড়িয়ে রয়েছেন কারিনা।

শনিবার (২১ আগস্ট) কারিনার দ্বিতীয় ছেলে জাহাঙ্গীরের জন্মদিন ছিল। ছয় মাসে পা দিয়েছে জাহাঙ্গীর।

এর আগে সাইফ আলি খান নিজের ইনস্টাগ্রামে বড় ছেলে তৈমুর আর ছোট ছেলে জাহাঙ্গীরের ছবি শেয়ার করেছেন। কোলাজ করা ওই ছবিতে ছেলেকে জন্মদিন শুভেচ্ছ জানিয়েছেন সাইফ আলি খান।

অভিনেতা সাইফ আলি খানের সঙ্গে ২০১২ সালে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কারিনা। ২০১৬ সালে জন্ম নেয় সাইফ-কারিনার প্রথম সন্তান তৈমুর আলি খান। চলতি বছর ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় পুত্রসন্তান জন্ম দিয়েছেন কারিনা।