চট্টগ্রাম : টেস্ট অভিষেকে ইনিংসে বাংলাদেশের হয়ে ৫ বা তার বেশি উইকেট পেয়েছেন সাত বোলার। বৃহস্পতিবার সপ্তম বোলার হিসেবে এ তালিকায় যোগ দেন মেহেদী হাসান মিরাজ।
শুক্রবার ৬ উইকেট নিয়ে মিরাজ গড়েছেন নতুন এ রেকর্ড।
অভিষেকে প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ৬ উইকেট পেয়েছেন নাঈমুর রহমান দূর্জয়, মনজুরুল ইসলাম, ইলিয়াস সানী ও মিরাজ। তাদের মধ্যে সেরা মিরাজ। কম রানে ৬ উইকেট নিয়েছেন ডানহাতি এ স্পিনার।
দূর্জয় প্রথম ১৩২ রানে নেন ৬ উইকেট। এরপর মনজুরুল ইসলাম ৮১ রানে নেন ৬ উইকেট। ইলিয়াস সানী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৪ রানে নেন ৬ উইকেট। মিরাজ ইংল্যান্ডের বিপক্ষে ৮০ রানে নিলেন ৬ উইকেট।
এ ছাড়া অভিষেকে বাংলাদেশের হয়ে ইনিংসে দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন মিরাজ। বরিশালের তারকা সোহাগ গাজী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১২ সালে ২৩.২ ওভারে ৭৪ রানে নেন ৬ উইকেট। মিরাজ ইংল্যান্ডের বিপক্ষে ৩৯.৫ ওভারে ৮০ রানে নিলেন ৬ উইকেট।