সপ্তাহের রাশিফল (১১-১৭ মার্চ)

সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।

 

এবার চলুন জেনে নেওয়া যাক ১১ থেকে ১৭ মার্চ ২০১৭ পর্যন্ত ১২ রাশির পূর্বাভাস।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) : আপনার মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করার চেষ্টা করুন। আপনার মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে। মনের মানুষের সঙ্গে সময় কাটাতে পারবেন। নব দম্পতির সন্তান লাভের চেষ্টা সফল হতে পারে। শরীর সাময়িকভাবে কম ভালো যেতে পারে। পেশাক্ষেত্রে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। অবিবাহিতদের কারো কারো ক্ষেত্রে বিয়ের কথাবার্তা হতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে) : আবাসন সংক্রান্ত কোনো কাজে সম্পৃক্ত হতে পারেন। ভালো কাজে সাফল্য পেতে অগ্রগামী হওয়ার চেষ্টা করুন। প্রেমের সম্পর্ক মোটামুটি ভালো যাবে। আলস্য পরিহার করে কাজে লেগে পড়ুন। অন্যথায় কোনো সুযোগ হারানোর কারণে মানসিক কষ্ট পেতে পারেন। আহার বিহারে সচেতন থাকুন। কেউ কেউ কোষ্ঠকাঠিন্যে ভুগতে পারেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সামাজিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন) : স্বল্প দূরত্বে কোথাও বেড়াতে যেতে পারেন। কারো কারো ক্ষেত্রে ভ্রমণসূচি পরিবর্তন হতে পারে। আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। আবাসন সংক্রান্ত কোনো জটিলতার অবসান হতে পারে। বিলাসজাতদ্রব্য কেনাকাটা হতে পারে। সৃজনশীল ও সাহসী কোনো পদক্ষেপের জন্য প্রশংসিত হতে পারেন। মৌসুমী রোগব্যাধি সম্পর্কে সচেতন থাকলেই ভালো করবেন।

কর্কট রাশি (২২ জুন-২২ জুলাই) : ‍আয়ের অংক ওঠানামা করতে পারে। কোনো উৎস থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যাংকিং সংক্রান্ত কাজে সম্পৃক্ত হতে পারেন। অধীনস্তদের দিয়ে কাজ আদায় করার ক্ষেত্রে কৌশলী হতে হবে। পেশাগত ও অন্যান্য যোগাযোগ শুভ। ভ্রমণ হতে পারে। কেউ কেউ স্থাবর সম্পত্তির মালিকানা পেতে পারেন। প্রেমের সম্পর্ক মোটামুটি ভালো যাবে। সম্ভাব্যক্ষেত্রে সন্তানলাভের যোগ রয়েছে।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট) : শরীর ও মন মোটামুটি ভালো থাকবে। তাড়াহুড়া করে কোনো কাজ করার চেয়ে হাতে সময় নিয়ে কাজ করুন। চলাফেরায় সাবধানতা অবলম্বন করলেই ভালো করবেন। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। পাওনা অর্থ আদায় হতে পারে। কোনো উৎস থেকে হাতে অর্থ আসতে পারে। কোথাও বেড়াতে যেতে পারেন। কেউ কেউ স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের সুযোগ পেতে পারেন। আয় বুঝে ব্যয় করুন।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : করণীয় কাজে অলসতা অধিকাংশ সময় ব্যর্থতার অন্যতম কারণ। দায়িত্ব এড়িয়ে চলার কারণে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। পাওনা আদায়ে তাগাদা দিন। অধস্তনদের সঙ্গে সমঝোতা কিংবা কথাবার্তায় নমনীয়তার প্রয়োজন হতে পারে। গৃহে অতিথি আসতে পারে। কাছে কিংবা দূরে কোথাও ভ্রমণের সুযোগ পেতে পারেন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : গৃহে অতিথি আসতে পারে। আয় উপার্জন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। বড় ভাই বোনের কোনো বিষয়ে চিন্তিত হতে পারেন। সাহসী কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে। কেউ কেউ অংশীদারি ব্যবসায়ের সঙ্গে সম্পৃক্ত হতে পারেন। দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালো যাবে। আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। কোনো উৎস থেকে অর্থ পেতে পারেন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : চাকুরিপ্রার্থীদের কেউ কেউ নতুন চাকুরির সন্ধান পেতে পারেন। কারো কারো ক্ষেত্রে চাকরি পরিবর্তনের সুযোগ আসতে পারে। পেশাক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে পারেন। বন্ধুবান্ধবের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে। ব্যয় বাড়তে পারে। যে কোনো পরিস্থিতি ঠাণ্ডা মাথায় মোকাবেলা করার চেষ্টা করুন। কারো কারো ক্ষেত্রে নতুন জীবনের যাত্রা হতে পারে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। কারো কারো ক্ষেত্রে তীর্থযাত্রা হতে পারে। গুণীজনের সান্নিধ্য পেতে পারেন। পেশাক্ষেত্রে কর্মগুণে কারো কারো সম্মানজনক অবস্থা তৈরি হতে পারে। বিশেষ ক্ষেত্রে উর্ধ্বতনের আনুকূল্য পেতে পারেন। আয় উপার্জন মোটামুটি ভালো যাবে। সামাজিক কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের জন্য সময় অনুকূল থাকবে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : সাময়িকভাবে চ্যালেঞ্জিং সময় পার করতে হতে পারে। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে। উত্তরাধিকারসূত্রে সম্পত্তির মালিকানা পেতে পারেন। সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় এমন সম্পর্কের ক্ষেত্রে সচেতন থাকলেই ভালো করবেন। করসম্পকৃত কোনো কাজে সম্পৃক্ত হতে পারেন। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। প্রবাসী বন্ধু কিংবা স্বজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। পেশাক্ষেত্রে সাফল্য পেতে পারেন। পিতৃসূত্রে লাভবান হতে পারেন। আয় উপার্জন বৃদ্ধির সুযোগ পেতে পারেন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : বিবাহযোগ্য কারো কারো ক্ষেত্রে বিয়ের কথাবার্তা হতে পারে। অংশীদারিত্বের ভিত্তিতে কোনো কাজে সম্পৃক্ত হতে পারেন। কোনো সম্পত্তির মালিকানা পেতে পারেন। সাময়িকভাবে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। ভাগ্যোন্নয়ণে প্রভাবশালী কারো সহযোগিতা কিংবা পরামর্শ পেতে পারেন। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। প্রবাস সংক্রান্ত কোনো বিষয়ে আলোচনা হতে পারে। চাকরিপ্রার্থীরা আশাব্যঞ্জক কোনো খবর পেতে পারেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : সাময়িকভাবে শরীর কম ভালো যেতে পারে। কর্মক্ষেত্রে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। বিবাহযোগ্য কারো কারো ক্ষেত্রে বিয়ের আলোচনা হতে পারে। নতুন বিনিয়োগে সচেতনতার প্রয়োজন হবে। দাম্পত্য সম্পর্ক ভালো যেতে পারে। উত্তরাধিকারসূত্রে কোনো সম্পত্তির মালিকানা পেতে পারেন। ভাগ্যোন্নয়নের চেষ্টায় সাফল্য পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।