সফলতা অর্জনে মূল বাঁধা ভয়

কাজে সাফল্য কিংবা ব্যর্থতা থাকবেই। কিন্তু কাজে ব্যর্থ হলে প্রথমেই যেটা হয় তা হচ্ছে আমাদের আত্মবিশ্বাস কমে যায়। সামনের কাজগুলো করতে এক ধরনের ভয় ঢুকে যায় নিজের ভিতরে। কোন কাজে ব্যর্থ হলে ভাববেন না আপনার জীবন শেষ বা আপনি আর কিছু করতে পারবেন না। ব্যর্থতা কাটিয়ে জীবনে সফলতার দিকে এগিয়ে যেতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, এই ভয়টাই আমাদের অনেক কাজে সফলতা অর্জনে বাধা হয়ে দাঁড়ায়।

এক কাজ করা যাক, কাজে সাফল্যের চিন্তা না করে আগে আসুন ভয়কে জয় করার উপায় জেনে নেই-

  • কাঙ্ক্ষিত সাফল্য পেতে জীবনের ভুলগুলোকে ভয় না পেয়ে, নতুন করে উদ্যম ও সাহস নিয়ে কাজ শুরু করতে হবে
  • ঠিক-ভুল নিয়েই মানুষ। একজন মানুষ সব সময় সঠিকটাই করবে এটা ভাবাটাও ভুল
  • অনেক মানুষের চাকরির সাক্ষাৎকারের সময় ভয় পান। আর এই ভয়ের মূল্য অনেক দিন হয় নিজেকেই
  • কথা বলার ভয় এড়াতে বন্ধুদের সঙ্গে বার বার চর্চা করা যেতে পারে
  • হেরে যাওয়ার ভয়ে অনেকে চেনা পরিধির বাইরে বের হতে চান না এর থেকে বেরিয়ে আসুন
  • পরিচিত গণ্ডি না পেরোলে সফলতাও আটকে যাবে।  মনে রাখবেন, ছোট ছোট ঝুঁকি নিতে নিতেই নিজেকে তৈরি করতে পারবেন
  • কোনো কাজ করতে গেলে সমালোচনা হবে। সমালোচনাকে ভয় না করে শিক্ষা নিতে হবে, যেন পরবর্তীতে আগের ভুলগুলো না হয়।

এভাবেই নতুন কিছু শেখা হবে, নিজেকে সমৃদ্ধ করা যাবে। ধীরে ধীরে ভয়গুলো কেটে যাবে, সাফল্যও আসবে বেশ সহজে।