নিজস্ব প্রতিবেদকঃ সফল উদ্যোক্তা ও ব্যক্তি হিসেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুপ্রেরণামূলক বক্তব্য আদিপ গ্রুপের চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া।
আজ (রবিবার) দুপুরে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তরুণদের সাথে এ অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন তিনি।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড.এফ.এ সোবহানীর আমন্ত্রণে আদিপ গ্রুপের চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া বলেন; আমাদের দেশে অনেক তরুণ উদ্যোক্তা তৈরী হচ্ছে। দেশের তথ্য-প্রযুক্তির উন্নয়নের কারণে এখন তরুণ উদ্যোক্তাদের সংখ্যা বাড়ছে।
তিনি আরও বলেন; আমি চাই আমার জীবনের গল্প শুনে তোমরা অনুপ্রেরণা পাবে। আমি নিজেও তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার চেষ্টা করি। আমি মনে করি সফলতা আসতে দেরি হয়। কিন্তু চেষ্টা তোমাকে সফলতার কাছে নিয়ে যাবে।
এসময় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দয়াল কুমার বড়ুয়া বাংলাদেশের স্বনামধন্য ব্যবসায়িক সংগঠন এফবিসিসিআই, জাপান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ নরসিংদী চেম্বার অব কমার্সের সদস্য। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে অনার্স ও মাস্টার্স শেষ করে লন্ডন থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন।