সবচেয়ে পুরনো সেলফিগুলো

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : সেলফি বর্তমান সময়ে একটি বহুল চর্চিত বিষয়। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর ব্যবহারকারীদের সেলফি তোলাটা বলা যায় অভ্যাসে পরিণত হয়েছে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল প্লাস খুললেই দেখা যায় নানা ধরনের সেলফি। যে যখন যে অবস্থায় থাকেন, সেই অবস্থায় সেলফি তুলে দেখা যায় শেয়ার করতে।

কিন্তু বর্তমানে যে সেলফি জোয়ারে ভাসছে বিশ্ব, তা শুরু হয়েছিল পনেরো শতাব্দির মাঝামাঝি সময় থেকে। তখন মানুষ সেলফ পোট্রেট তোলা শুরু করেছিল, যা আজকে সেলফিতে রূপ নিয়েছে। উনিশ শতকে এক ফটোগ্রাফারের তোলা সেলফিকে আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম সেলফি হিসেবে গণ্য করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম স্কুপহুপ সম্প্রতি বিশ্বের সবচেয়ে পুরোনো ১০ সেলফি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। জেনে নিন, সবচেয়ে পুরোনো ১০ সেলফি।

robert_corneliusএটি বিশ্বের প্রথম সেলফি হিসেবে স্বীকৃত। ১৮৩৯ সালে দাগুয়েরোটাইপ পদ্ধতি ব্যবহার করে বিশ্বে প্রথম নিজের সেলফ পোট্রেট তুলেছিলেন রবার্ট কর্নেলিয়াস।

joseph_byron
আরেকটি সেলফি, যা ১৯০৯ সালে তুলেছিলেন ইংরেজ ফটোগ্রাফার জোসেফ বায়রন।

terry_fincher
ফটোসাংবাদিক টেরি ফিঞ্চার ১৯৬৬ সালে প্যারাস্যুট ডাইভ করার সময় সেলফিটি তুলেছিলেন জুতার মধ্যে ফিশ-আই লেন্স ব্যবহার করে।

stanley_kubrick
মিরর সেলফির সবচেয়ে পুরোনো উদাহরণ, ১৯৪৯ সালে পরিচালক স্ট্যানলি কুবরিক এটি তুলেছিলেন।

robert_cornelius7
tony_ray_Jones
ইংরেজি ফটোগ্রাফার টনি রে-জোনস ১৯৬৫ সালে এই সেলফি তুলেছিলেন।

robert_cornelius8
hunter_s_thompson
১৯৬০ সালের দিকে সাংবাদিক হান্টার এস থম্পসন তিজুয়ানা যাওয়ার পথে সেলফিটি তুলেন।

robert_cornelius9
buzz_aldrin
১৯৬৬ সালে জেমিনি ১২ মিশনে সেলফিটি তুলেন বাজ অলড্রিন।

robert_cornelius10
neil_armstrong
পৃথিবীর বাইরের আরেকটি দারুন সেলফি যা ১৯৬৯ সালে চাঁদের মাটিতে তুলেছিলেন নিল আর্মস্ট্রং।
robert_cornelius2

anastasia_nikolaevna
১৯১৪ সালে রাশিয়ান গ্রান্ড ডাচেস অ্যানেসটেইজা নিকোলাভনার সেলফি।

robert_cornelius
paul_mccartney
এই সেলফিটির মাধ্যমেই নিজেকে সেলফির আবিষ্কর্তা বলে দাবি করতেন পল ম্যাককার্টনি। যদিও পরে বিশেষজ্ঞরা প্রমাণ করেছেন যে, ম্যাককার্টিনির আগে থেকেই শুরু হয়েছিল সেলফি যুগ।