
নিজস্ব প্রতিবেদক : কিছু দিন পর পবিত্র রমজান মাস। আর রমজান মাসের আগেই ক্রেতাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সবজি বাজার। মাত্র একদিনের ব্যবধানে রাজধানীর অধিকাংশ কাঁচাবাজারে সবজির দাম ৫ থেকে ১০ টাকা বেড়েছে।
শুক্রবার রাজধানীর হাজারীবাগ, নিউমার্কেট, ধানমন্ডি কাঁচাবাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে যে বেগুন বিক্রি হয়েছে প্রকারভেদে ৫৫-৬০ টাকা কিন্তু তা আজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫০ টাকা, পেঁপে ৪৫ টাকা, করলা ৬০ টাকা, শিম ৬০ টাকা, দেশি টমেটো ৩০ টাকা, গাজর ৫০ টাকা, শসা ৪৫ টাকা, খিরা ৯০ টাকা, মূলা ২৫ টাকা, আলু ২০ টাকা।
এ ছাড়া প্রতি পিস বাঁধাকপি ৩৫ টাকা, প্রতি পিস ফুলকপি ৪৫ টাকা, বরবটি ৬০ টাকা, চিচিঙ্গা ৫৫ টাকা করে বিক্রি হচ্ছে।
এক আঁটি লাল শাক ২০ থেকে ২৫ টাকা ও ধনিয়াপাতা ১০০ টাকা কেজি, কাঁচকলা হালি ৩০ থেকে ৩৫ টাকা, লাউ প্রতিপিস ৫০ থেকে ৬০ টাকা, কচুর ছড়া প্রতি কেজি ৩০ টাকা ও লেবু হালি ৪০ টাকা।
এদিকে অপরিবর্তিত রয়েছে গরু, খাসি ও মুরগির মাংসের দাম। প্রতি কেজি গরুর মাংস ৫০০ টাকা, খাসির মাংস ৭০০ থেকে ৭৫০ টাকা, ব্রয়লার মুরগি ১৪০ টাকা, দেশি মুরগি ২৪০ টাকা কেজি, লেয়ার মুরগি প্রতি পিস আকারভেদে ১৫০ থেকে ২২০ টাকা ও পাকিস্তানি মুরগি ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।