রাজধানীর বাজারে শীতকালীন সবজির বিপুল সমারোহ। জোগান বাড়ায় প্রায় সব রকম সবজির দামই নাগালে রয়েছে। কমেছে নতুন-পুরনো সবরকম পেঁয়াজের দরও। তাই, কিছুটা স্বস্তিতে ক্রেতারা। এদিকে, মাছের বাজার এখনও রয়েছে অপরিবর্তিত। চাষের জাতের সরবরাহ বেশি থাকলেও নদীর মাছ ধরা পড়ছে কম।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বেশকিছু বাজার ঘুরে দেখা গেছে এমন তথ্য।
মূলত, গত কয়েক সপ্তাহ ধরে কাঁচা বাজারের অন্যতম মাথা ব্যথার নাম ছিলো পেঁয়াজ। কোন কিছুতেই যেন কিছু হচ্ছিল না। অবশেষে, সেই ঝাঁজ কমে এসেছে।
বাজারে বেড়েছে মুড়িকাটার সরবরাহ। বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা দরে। হালি পেঁয়াজও মিলছে ১০০ টাকাতেই। অথচ, কয়েক সপ্তাহ আগে দেড়শ পর্যন্ত ছুঁয়েছিল দর। আমদানি জাতের সরবরাহ কম থাকলেও দাম বাড়তি নয়।
শীতকালীন সবজির ভরা মৌসুম এখন। যোগানও ভালো। তাই কমের দিকে ফুলকপি, বাঁধাকপি, শিম, শালগমসহ প্রায় সব ধরণের সবজির দর। নতুন আলুর দাম এমনিতেই কম ছিলো। সপ্তাহের ব্যবধানে দর কেজিপ্রতি আরও দশ টাকা কমেছে। তবে, বছরের শেষ সময়টা ছুটি আর ভ্রমণের। তাই, বেচাবিক্রি বেশ কম।
বাজারে ফার্মের মুরগির ডিমের দাম একেবারেই কম। প্রতি ডজন বাদামি রঙের ডিম বাজারভেদে ১১৫ থেকে ১২৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির বাজারও স্থিতিশীল। প্রতি কেজি ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে ১৫৫-১৬৫ টাকায়। সোনালি মুরগির কেজি এখন ২৪০ থেকে ২৬০ টাকা।
কয়েক সপ্তাহ ধরে অপরিবর্তিত আছে মাছের দর। নদীর মাছ ধরা পড়ছে কম। তাই বরাবরের মতো বেশিরভাগ ক্রেতাদের সন্তুষ্ট থাকতে হচ্ছে সেই চাষের মাছের স্বাদেই। প্রতি কেজি চাষের তেলাপিয়া, পাঙাশ, কই মাছ বিক্রি হচ্ছে ২০০ টাকার মধ্যে। আর রুই-কাতলার কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা। এ দাম গত কয়েক সপ্তাহ ধরে একই রকম রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
উল্লেখ্য, মাস দেড়েক পরই রমজান। ক্রেতাদের চাওয়া বাজার সরবরাহ এরকম ভরপুর থাকুক। দাম নাগালে থাকুক মধ্যবিত্ত আর সীমিত আয়ের মানুষের।


