দেশে সবশেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এদিন নতুন করে শনাক্ত হয়েছেন ২৯৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৯ হাজার ৩১৪ জন।
শনিবার (৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮২টি ল্যাবে সবশেষ ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ১৮৭টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ১৯৯টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১০ শতাংশ। আগেরদিন ছিল ১০ দশমিক ৭৬ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।
এই সময়ে সুস্থ হয়েছেন ৬৯০ জন। মোট সুস্থ ১৯ লাখ ৬৯ হাজার ৩৪৪ জন।