সবাইকে আয়কর দিতে হবে

নিজস্ব প্রতিবেদক : রাজউকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী বলেন, নিয়ম অনুযায়ী সবাইকে আয়কর প্রদান ও রিটার্ন দাখিল করতে হবে।

সরকার একা দেশকে এগিয়ে নিতে পারে না। দেশকে এগিয়ে নিতে প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে। কর দিয়ে সহায়তা করতে হবে।

বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সভাকক্ষে ‘আয়কর প্রদান ও আয়কর রিটার্ন দাখিল উদ্বুদ্ধকরণ’ শীর্ষক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা কর অঞ্চল-২ অনুষ্ঠানটির আয়োজন করে।

রাজউক চেয়ারম্যান বলেন, আয়কর ও রিটার্ন দাখিলসংক্রান্ত বিষয়ে আমাদের মনে যেসব প্রশ্ন ছিল আজ তা স্পষ্ট হলো। ই-টিআইএন ও রিটার্ন দাখিলসংক্রান্ত বিষয়ে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য কর অঞ্চল-২ এর কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি।

ঢাকা কর অঞ্চল-২ কমিশনার কানন কুমার রায় বলেন, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ই-টিআইএন গ্রহণ ও রিটার্ন দাখিল সহজ করার লক্ষ্যে কর অঞ্চল-২ ও কর অঞ্চল-৭ ‘ফাস্ট ট্রাক সার্ভিস সেন্টার’স্থাপন করেছে।

অনুষ্ঠানে আয়কর প্রদান ও আয়কর রিটার্ন দখিলসংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এনবিআর’র কর্মকর্তারা। অনুষ্ঠানে যারা ই-টিআইএন গ্রহণ করেননি ও আয়কর রিটার্ন দাখিল করেননি তারা কীভাবে সহজেই ই-টিআইএন গ্রহণ ও রিটার্ন দাখিল করবেন সে সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে রাজস্ব বোর্ডের কর্মকর্তারা রাজউকের কর্মকর্তা-কর্মচারীদের ই-টিআইএন খুলতে ও আয়কর রিটার্নের ফর্ম পূরণ করার পদ্ধতি শিখিয়ে দেন।

এ সময় রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) মো. আকতার উজ জামান, সদস্য (উন্নয়ন) মো. আব্দুর রহমান, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মো. আসমাউল হোসেন, পরিচালক (অর্থ ও হিসাব) মো. আবু কাওছার মল্লিক এবং কর অঞ্চল-২ এর অতিরিক্ত কর কমিশনার মো. মাহবুবুর রহমান ও তৌহিদা জিয়াসমীন চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারী উপস্থিত ছিলেন।