
দক্ষিণখান থানা বিএনপির আহবায়ক মো: হেলাল তালুকদার বলেছেন, দক্ষিণখান থানা বিএনপির নেতৃবৃন্দ এবং ৪৭, ৪৮, ৪৯ ও ৫০ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, ৫ আগস্ট পূর্ববর্তী দুর্যোগময় সময়ে এবং কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীরা যে সাহসিকতা দেখিয়েছেন, জুলুম-হুমকি ও অত্যাচার উপেক্ষা করে সবসময় পাশে থেকেছেন—তা প্রশংসার দাবিদার।
মো: হেলাল তালুকদার আরও বলেন, “দল আমাকে অতীতে যেসব দায়িত্ব অর্পণ করেছে, তা নিষ্ঠা ও সততার সাথে পালন করেছি। হামলা-মামলা ও পরিবারের প্রতি আঘাত সত্ত্বেও কখনো দায়িত্ব পালনে পিছপা হইনি। ভবিষ্যতেও দল ও জনগণের স্বার্থে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
তিনি জোর দিয়ে বলেন, “আমাদের মনে রাখতে হবে—আমাদের কর্মকাণ্ডে যেন দল ক্ষতিগ্রস্ত না হয়। আমরা দলকে রিপ্রেজেন্ট করি। তাই জনবান্ধব কর্মকাণ্ড ও মানুষের প্রতি সুন্দর আচরণই দলের ভাবমূর্তি উজ্জ্বল করবে।”
জাতীয়তাবাদী আদর্শের প্রতি অবিচল থেকে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন—আমৃত্যু জিয়া পরিবারের প্রতি আস্থা রেখে বিএনপির একজন কর্মী হিসেবেই কাজ করে যাবেন।
তিনি আরও বলেন, “পদ-পদবি আমার কাছে একটি পবিত্র দায়িত্ব। ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী আহবায়ক জনাব আমিনুল হক ভাই ও সদস্য সচিব হাজী মোস্তফা জামান ভাই যেই দায়িত্ব দিয়েছেন, ইনশাআল্লাহ অতীতের মতো ভবিষ্যতেও নিষ্ঠার সাথে তা পালন করবো।”
শেষে তিনি দক্ষিণখান থানা বিএনপি, ৪৭, ৪৮, ৪৯, ৫০ নং ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার মুরব্বিদের প্রতি আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।