সবার মধ্যে কাজের সমন্বয়ের কারণে ঈদযাত্রা স্বস্তিদায়ক

সচিবালয় প্রতিবেদক : সবার মধ্যে কাজের সমন্বয়ের কারণে ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, কর্মস্থলে ফেরার যাত্রাও স্বস্তিদায়ক হবে। আগামী রোববার থেকে রাজধানী চিরচেনা রূপ ফিরে পাবে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঈদুল আযহা পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন কাজে ব্যস্ত থাকার পরেও ঈদযাত্রার সবকিছু মনিটরিং করে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। সেভাবেই আমরা কাজ করেছি এবং দ্রুত সমস্যার সমাধান করেছি।

তিনি বলেন, ঈদে রেলপথে ১০ লাখ ও সড়কপথে ৩০ থেকে ৩৫ লাখ প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঢাকা ছেড়েছেন। সবার সমন্বিত চেষ্টায় ঈদ ভালো হয়েছে।

বিগত সময়ের তুলনায় ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় কম চলেছে জানিয়ে তিনি বলেন, এবার গরুর হাট নির্ধারিত জায়গায়ই ছিল, রাস্তার ওপর আসেনি।

তিনি বলেন, অনেক পয়েন্টেই গাড়ি চলার গতি ছিল ধীর, তারপরও থেমে থাকেনি। ফেরিঘাটের চিত্র ছিল আলাদা। ফেরিঘাটের সমস্যায় মূল কারণ পদ্মার প্রবল স্রোত।

ওবায়দুল কাদের বলেন, মেঘনা-গোমতি সেতুতে সমস্যা ছিল। আমি ও সচিব সেখানে গিয়ে সমস্যা চিহ্নিত করে সব সমস্যা সমাধান দিয়েছি। আগে টোল আদায়ের বুথ ছিল ৬টি, আমরা দুটি বাড়িয়ে ৮টি করেছি। চারটি দিয়ে পণ্যবাহী ট্রাক, পশুর ট্রাক গেছে। চারটি দিয়ে যাত্রীবাহী যান গেছে।

তিনি বলেন, ডিজিটাল পদ্ধতিতে টোল আদায় হয়েছে, ফলে টোল প্লাজা পার হতে প্রতিটি গাড়ির লেগেছে মাত্র ১০ সেকেন্ড। টোল প্লাজা আধুনিক করার কারণে কোনো সমস্যা হয়নি।