সব চট্টগ্রামে ক্রিকেটাররা ঈদ করবেন

ক্রীড়া প্রতিবেদক : শনিবার ঈদুল আজহা। পরিবারের সঙ্গে ঈদ পালন করতে পারবেন না ক্রিকেটাররা। তাই ঢাকা টেস্ট জয়ের পর বুধবার রাতেই ক্রিকেটাররা হোটেল ছেড়ে পরিবারের কাছে ছুটে গেছেন ।

যাদের পরিবার ঢাকায় নেই তারা অবশ্য হোটেলে থেকেছেন। আজ হোটেলেই বিশ্রামে ছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। শুক্রবার বিকেল ৩টায় দুই দল একই সঙ্গে চট্টগ্রামে যাবে। চট্টগ্রামেই ঈদ পালন করবেন জাতীয় দলের ক্রিকেটাররা। সিনিয়র ক্রিকেটাররা স্ত্রী-সন্তানদের নিয়ে চট্টগ্রামে যেতে পারেন।

পরিবার-পরিজন ছাড়া ঈদ পালন করার অভিজ্ঞতা ক্রিকেটারদের কাছে নতুন নয়। এর আগেও এমন অভিজ্ঞতা তাদের হয়েছে। চট্টগ্রামে থাকায় শুধু তামিম ইকবাল পরিবারকে কাছে পাবেন। জানা গেছে, ঈদের রাতে তামিমের বাসায় পুরো দলের যাওয়ার কথা রয়েছে।

সিডিউল অনুযায়ী ঈদের দিন বিকেলে অনুশীলন ছিল অস্ট্রেলিয়া ও বাংলাদেশ দলের। তবে বাংলাদেশ দল অনুশীলন করবে না। দলের ম্যানেজার সাব্বির খান জানিয়েছেন, ঈদের দিন অনুশীলন হবে না। তবে পরদিন সকাল ১০টায় অনুশীলন করবে।’ অস্ট্রেলিয়া দুপুর ৩টায় অনুশীলনে নামবে।

ঢাকা টেস্টের তৃতীয় দিনে সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েন পেসার জশ হ্যাজেলউড। চোটের কারণে আজ রাতে দেশে ফিরে যেতে হচ্ছে অস্ট্রেলিয়ান এ পেসারকে। তার বদলিও ও’কিফ আজ রাতে ঢাকায় আসবেন।

পরিবারের সঙ্গে ঈদ পালন করতে পারবেন না বলে কোনো আক্ষেপ নেই ক্রিকেটারদের। দলের অধিনায়ক মুশফিকুর রহিম দেশকে বড় কিছু দেওয়ার আনন্দকে দেখছেন বড় করে। ঢাকা টেস্ট শেষে মুশফিক বলেছিলেন, ‘ঈদে বাবা-মাকে মিস করবো। খেলার কারণে প্রত্যেকেই তাদের পরিবারকে মিস করবে। এই ত্যাগ করে যদি দেশকে বড় কিছু দিতে পারি সেটাই বড় ব্যাপার হবে।’

৪ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। ঈদের আগে পুরো জাতিকে একবার আনন্দে ভাসিয়েছে বাংলাদেশ। ঈদের পরও আবারও একই উল্লাসে মেতে উঠবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা।