
নিজস্ব প্রতিবেদক : সরকার দেশের অর্থনৈতিক মুক্তির জন্য সব পেশার মানুষকে অর্থনীতির আওতায় নিয়ে আসার চেষ্টা করছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শুক্রবার মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মতবিনিময় সভায় পরিকল্পনামন্ত্রী বলেন, বেদে সম্প্রদায় যাতে স্কুল-কলেজে যেতে পারে সে ব্যবস্থা করা হবে। এছাড়া তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে।
এ সময় ওই এলাকার বেদে সম্প্রদায়ের কর্মসংস্থানের জন্য এ বি গ্রুপের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান পরিকল্পনামন্ত্রীর কাছে সংশ্লিষ্ট এলাকায় একটি শিল্প প্রতিষ্ঠান করার আহ্বান জানান।
সভায় লৌহজং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ফকির মোহাম্মদ আবদুল হামিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপিকা সাগুপ্তা ইয়াসমিন এমিলি এমপি, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল রশিদ সিকদার প্রমুখ।