আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, তিনি বিশ্বের সব শরণার্থীকে তার দেশে আশ্রয় দেবেন। পশ্চিমারা যেন শরণার্থীদের তার দেশে পাঠিয়ে দেয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
২০১৫ সালে বিশ্বে ১৮ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সহিংসতার কারণে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে শত শত লোক সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এসব শরণার্থীদের আশ্রয় দিতে নারাজ। স্থল সীমান্ত দিয়ে শরণার্থীদের প্রবেশ ঠেকাতে ইউরোপের অনেক দেশই কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে।
ফিলিপাইনের জনসংখ্যা প্রায় ১০ কোটি। কিন্তু দেশটিতে দারিদ্রতার হার অনেক বেশি।
দুতের্তে বলেন, ‘আমি বলছি, তাদেরকে পাঠিয়ে দিন। আমরা তাদেরকে গ্রহণ করব। আমরা তাদের সবাইকে আশ্রয় দেব। তারাতো মানুষ।’
তবে শরণার্থীরা এলে তাদের আবাসন ও কর্মসংস্থান কিভাবে করা হবে সে ব্যাপারে কিছুই বলেননি তিনি।
দুতের্তে বলেন, তারা সবসময় এখানে আসতে পারবে। আমার দেশ কানায় কানায় পূর্ণ না হওয়া পর্যন্ত তাদেরকে আমি স্বাগত জানাব।’
পশ্চিমাদের সম্পর্কে তিনি বলেন, ‘পশ্চিমা দেশগুলো অনেক মানবাধিকারের কথা বলে। কিন্তু তারা হঠাৎ করেই তাদের মত পাল্টায় এবং না বলে দেয়।’