সভা ও সমাবেশ না করেই ঢাকায় ফিরছেন সারজিস আলম, নেপথ্যে যে কারণ

নরসিংদীতে ছাত্র-নাগরিকের মতবিনিময় সভা ও সমাবেশ না করেই ঢাকায় ফিরছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় তিনি ঢাকার উদ্দেশে নরসিংদী ত্যাগ করেন।

জানা গেছে, সারজিস আলম প্রোগ্রামের উদ্দেশে প্রথমে নরসিংদী ক্লাবে ওঠেন। সেখানে সমন্বয়কদের সঙ্গে কথা বলেন। এ সময় সমন্বয়কদের পৃথক তিনটি গ্রুপ তৈরি হয়। একটি গ্রুপ সারজিস আলমকে সাটিরপাড়া কে কে এম উচ্চ বিদ্যালয় মাঠে প্রোগ্রাম করার প্রস্তাব দেন, অপর গ্রুপ নরসিংদী সরকারি কলেজ মাঠে প্রোগ্রাম করার প্রস্তাব দেন। এছাড়া সমন্বয়কদের আরেকটি গ্রুপ পৌর ঈদগা মাঠে প্রোগ্রাম করার প্রস্তাব দেন। একপর্যায়ে সমন্বয়কদের তিন গ্রুপই সারজিস আলমকে তিন স্থানে নিয়ে যেতে চায়। শেষ পর্যন্ত তিনটি গ্রুপ এক হতে না পারায় সারজিস আলম প্রোগ্রাম না করে ঢাকা ফিরে আসেন।

আরও জানা গেছে, সারজিস আলম নরসিংদী ক্লাবে পৌঁছালে সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। এমনকি ছবিও তুলতে দেয়নি। সারজিস আলম নরসিংদী ক্লাব থেকে চলে আসার সময় সাংবাদিকরা কথা বলতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। বিকেল সাড়ে ৪টায় সারজিস নরসিংদী ক্লাব থেকে ঢাকায় ফিরে আসেন।

এ বিষয়ে নরসিংদীর সমন্বয়কদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় নি।

প্রসঙ্গত, কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে নরসিংদীতে ছাত্র-নাগরিকের মতবিনিময় সভা ও সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের প্রধান আলোচক ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।