
সদ্য করোনামুক্ত হয়ে শ্যুটিং শুরুর কথা জানালেন সঞ্জয় লীলা ভন্সালী। এর আগেই বিপত্তি। শ্যুটিং স্থগিতাদেশ চেয়ে ভন্সালী এবং আলিয়া ভট্টকে সমন পাঠিয়েছেন গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ের দত্তক সন্তান বাবুজি শাহ। বম্বে দায়রা আদালতে এই আবেদন জানিয়েছিলেন বাবুজি।
সেই আবেদনের ভিত্তিতে আলিয়া এবং সঞ্জয়কে সমন পাঠিয়েছে আদালত।
বাবুজির দাবি, ছবিতে তাঁর মা এবং তাঁদের পরিবার সম্পর্কে ভুল তথ্য পরিবেশিত করা হচ্ছে। যা তাঁরা মেনে নিতে পারছেন না। স্থানীয় আদালতে বিষয়টি জানিয়ে ইতিমধ্যেই আবেদন করেছেন তিনি। সেই অনুযায়ী আলিয়া ভট্ট, লেখক-সাংবাদিক হুসেন জাইদি এবং পরিচালক সঞ্জয় লীলা ভন্সালীকে ২১ মে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি অভিনেত্রী, পরিচালক কেউই।
এ ধরনের ঘটনা এই প্রথম নয়। ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’-এর মতো সঞ্জয় লীলা ভন্সালীর একাধিক ছবিতে জলঘোলা হয়েছে আগেও।