লক্ষীপুর প্রতিনিধি: শিক্ষাজীবন থেকে রাজনীতি— সংগ্রামী এক পথচলা লক্ষ্মীপুর সদর উপজেলার ২০নং চর রমণী মোহন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কৃতি সন্তান,মহিউদ্দিন জনি এখন এলাকার তরুণ সমাজের অনুপ্রেরণার প্রতীক। তিনি একজন নিবেদিতপ্রাণ রাজনীতিক, সমাজসেবক ও সংগঠক, যিনি দীর্ঘ দুই দশক ধরে দলও জনগণের জন্য কাজ করে যাচ্ছেন।
🎓 শিক্ষাজীবন
মহিউদ্দিন জনি আবুল হোসেনের পুত্র। তিনি লক্ষ্মীপুর কাদেরিয়া সাইফিয়া আলিম মাদ্রাসা থেকে ২০০৩ সালে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে ভবানীগঞ্জ মডেল ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে বিএসএস ডিগ্রি অর্জন করেন।
🏛️ রাজনৈতিক পথচলা
শিক্ষাজীবনের পাশাপাশি ২০০৩ সাল থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন মহিউদ্দিন জনি। শুরু থেকেই সংগঠনের প্রতি তাঁর নিষ্ঠা ও নেতৃত্বগুণ তাঁকে ধাপে ধাপে গুরুত্বপূর্ণ পদে আসীন করে তোলে।
🔹 ২০ নং চর ও রমণী মোহন ইউনিয়নের প্রথম সদস্য সচিব নির্বাচিত হন পরে একই ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন
🔹 ২০১৪ সালে: সদর উপজেলা পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি দায়িত্বে ছিলেন
দীর্ঘ সময় ধরে তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে তৃণমূল রাজনীতিতে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন।
⚙️ বর্তমান দায়িত্ব ও
সামাজিক কর্মকাণ্ড
রাজনীতির পাশাপাশি মহিউদ্দিন জনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি লক্ষ্মীপুর ড্রাম ট্রাক মালিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা, মানবিক সহায়তা ও যুবসমাজকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। স্থানীয়দের মতে, জনি শুধু একজন রাজনীতিক নন, বরং এলাকার একজন দায়িত্বশীল সমাজকর্মীও।
💪 সংগ্রামের ইতিহাস
গত পনেরো বছর রাজপথে আন্দোলন-সংগ্রামের পথে থাকতে গিয়ে তিনি স্বৈরাচারী সরকারের মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতির পরও তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপির নীতিতে অটল রয়েছেন।
🗣️ নিজের বিশ্বাস
মহিউদ্দিন জনি বলেন,
> “ত্যাগই প্রকৃত রাজনীতির ভিত্তি, আর জনসেবাই রাজনীতির মূল লক্ষ্য। আমি জনগণের জন্য রাজনীতি করি, তাদের অধিকার প্রতিষ্ঠায় সারাজীবন কাজ করে যেতে চাই।” এবং আমাদের একটা তহবিল আছে আব্দুল্লাহ কল্যাণ তহবিল, আব্দুল্লাহ কল্যাণ তহবিল থেকে আমরা অসহায় দুস্থদেরকে সাহায্য করে থাকি আমরা,
রাজনৈতিকবিদদের মন্তব্য:
মহিউদ্দিন জনির মতো তরুণ নেতৃত্ব তৃণমূল রাজনীতিতে নতুন উদ্দীপনা ও ইতিবাচক পরিবর্তনের বার্তা বয়ে আনছে। তাঁর মতো সৎ, ত্যাগী ও জনমুখী নেতারাই ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিকে আলোকিত করবে।


