সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় ফিরিয়ে আনা আমার মূল উদ্দেশ্য

এস.এম,মনির হোসেন জীবন \ বেসরকারী উন্নয়ন ও সাহায্য সংস্থা ’’ষোলোআনা ফাউন্ডেশন’’ এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মুর্শিদা মীম বলেছেন, আমি সবার জন্য সু-রক্ষা চাই। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় ফিরিয়ে আনা আমাদের মূল উদ্দেশ্য ।

তিনি আরো বলেন, আমরা ঢাকা মহানগরীতে আমাদের নানাবিধ কার্যক্রম চালিয়ে যাচিছ। অনেক গরীব শিশুরা, ছাতার জন্য বৃষ্টিতে ভিজে স্কুলে যায়, আবার অনেক শিক্ষার্থী ছাতার অভাবের কারণে স্কুলে যেতে পারে না। আমরা সে সব শিশুদের জন্য হাত বাড়িয়ে দিয়েছি। আগামীতে এধরনের কার্যক্রম ও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

আজ বুধবার রাজধানীতে এক অনুষ্টানে এই প্রতিবেদকের সাথে আলাপকালে এসব কথা বলেন ’’ষোলোআনা ফাউন্ডেশন’’ এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মুর্শিদা মীম ।

’’ষোলোআনা ফাউন্ডেশনের’’ প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মুর্শিদা মীম বলেন, আমরা সমাজের গরীব, অসহায়, দুস্থ শিশু ও বৃদ্ধদের নিয়ে দীর্ঘ দিন ধরে সফলতার সাথে কাজ করে আসছি। পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নে ’’ষোলোআনা ফাউন্ডেশনের’’ বরাবরের মতো সমাজের সুবিধা বঞ্জিত শিশুদের উন্নয়নে নিষ্ঠার সাথে কাজ করে যাচিছ।

“সবার ক্ষেত্রেই ষোলোআনা, রোদ-বৃষ্টি থেকে সুরক্ষায় আমাদের পরিকল্পনা” এই শ্লোগানে সামনে রেখে ’’ষোলোআনা ফাউন্ডেশনের’’ উদ্যোগে রাজধানীর মিরপুরের ডিওএইচএস সংলগ্ন বৃন্দাবন বস্তিতে গরীব অসহায় শিশু ও বৃদ্ধদের মাঝে হলুদ রংয়ের ছাতা সহ বিভিন্ন অনুষ্টানে তিনি সম্প্রতি বিভিন্ন পণ্যসামগ্রী সমাজে ঝড়ে পড়া ও অবহেলিত শিশুদের মধ্যে বিতরণ করেছেন। এছাড়া প্রায় শতাধিক গরীব অসহায় দুস্থ শিশু ও বৃদ্ধদের মাঝে ছাতা বিতরন করেছেন।