নিজস্ব প্রতিবেদক : সমাজ ও রাজনীতিকে জঙ্গিমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে ‘হালদার হাসি’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
হাসানুল হক ইনু বলেন, নদী ও পরিবেশকে বর্জ্যের দূষণমুক্ত এবং সমাজ ও রাজনীতিকে জঙ্গির দূষণমুক্ত রাখতে হবে। বর্জ্য যেমন নদী ও পরিবেশকে দূষিত করে, তেমনই জঙ্গিবাদ দূষিত করে রাজনীতি ও সমাজকে। সুস্থ, নিরাপদ ও আনন্দময় জীবনের জন্য এ দূষণমুক্তির বিকল্প নেই।
তিনি বলেন, সাহসের সঙ্গে জীবন ও উন্নয়নের চাকাকে চলমান রেখে দেশের মানুষ জঙ্গিদের সমুচিত জবাব দেবে।
মহরত অনুষ্ঠানে অতিথিরা বলেন, হালদা নদীর মৎস্যসম্পদ ও মৎস্যজীবীদের জীবনকে উপজীব্য করে নির্মিত ‘হালদার হাসি’ সিনেমাটি দর্শকদের হৃদয় কাড়তে সক্ষম হবে।
হালদার হাসির মহরত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চলচ্চিত্রটির প্রযোজক এইচ এম ইব্রাহিম।