
জেলা ক্রাইমরিপোর্টার নীলফামারীঃ– নীলফামারীর জলঢাকা উপজেলায় পঞ্চম শ্রেনীর সমাপনী পরীক্ষায় নকল সরবরাহের দায়ে ৭জন শিক্ষককে অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার ধর্ম পরীক্ষা চলাকালীন উপজেলার বালাগ্রাম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ৭জন শিক্ষককে এই অর্থদন্ড করা হয়।
অর্থদন্ডকৃত শিক্ষকরা হলেন- উপজেলার বালাগ্রাম ইউসি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াদুর রহমান, দোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজার রহমান, বালাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিয়া বেগম, পুর্ব বালাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী, বালাগ্রাম সাউথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কানিজ তানজিনা, পুর্ব বালাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদুর রহমান ও একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী মহসীন আলী মিলন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মুহাম্মদ রাশেদুল হক প্রধান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বালাগ্রাম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখি কেন্দ্রের পাশে একটি কমিউনিটি ক্লিনিকে ৭জন শিক্ষক তাদের বিদ্যালয়ের পরীক্ষার্থীদেরকে নিজেই নকল সরবরাহ করছেন।এ সময় তাদের আটক করা হলে পরে আটককৃত শিক্ষকদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০, ১২ ধারায় প্রত্যেক শিক্ষককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করা হয়।