সমাবেশ করার জন‌্য প্রশাসন বিএনপিকে সবুজ সংকেত

জ‌্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ‌্যানে সমাবেশ করার জন‌্য প্রশাসন বিএনপিকে সবুজ সংকেত দিয়েছে, এ কথা জানিয়ে দলটির নেতা রুহুল কবির রিজভী বলেছেন, সমাবেশ শান্তিপূর্ণ হবে। এজন‌্য ব‌্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে বৈঠক করেছেন বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। সমাবেশকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে করতেই এসব প্রস্ততি চলছে। বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দল ও ছাত্রদল, জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো অবিরাম কাজে করে যাচ্ছে।’

সমাবেশের অনুমতি নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, এখনো লিখিত অনুমতি পাইনি। তবে সমাবেশ হবে, এটা নিশ্চিত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মৌখিক অনুমতি দিয়ে প্রস্তুতি নিতে বলেছে।

মিথ্যা মামলায় বিচারের নামে খালেদা জিয়াকে হয়রানি করা হচ্ছে, অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, ‘১/১১-তে প্রায় অভিন্ন মামলায় আসামি করা হলেও বর্তমান প্রধানমন্ত্রীর মামলাগুলো ক্ষমতাবলে তুলে নেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসন, সিনিয়র ভাইস চেয়ারম্যানসহ বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে আরো হাজার হাজার মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বিভিন্ন জেলায় নির্বাহী বিভাগের নির্দেশে বিরোধী নেতাদের সাজানো মিথ্যা মামলায় সাজাও দেওয়া হচ্ছে।’

সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে অপহরণ, গুম, খুন, মিথ্যা মামলায় বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে, অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, ‘প্রতিদিনই নিখোঁজদের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। গতকাল একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিখোঁজের খবর গণমাধ্যমে এসেছে। আজ অনলাইন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে খুলনাতে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। ঢাকা মহানগরীর হাজারীবাগ থানা বিএনপির সদস্য সচিব আবদুল আজিজকে গতকাল পুলিশ আটক করলেও এখনো স্বীকার করছে না।’

‘শুধু বিরোধী দলের নেতা-কর্মীই নন, গুম, খুন বা অপহরণ থেকে রক্ষা পাচ্ছেন না ব্যবসায়ী, ডাক্তার, শিক্ষক, সাংবাদিক, পেশাজীবী এমনকি সাধারণ মানুষও। অপহরণ, গুম, খুন বর্তমানে আরো মহামারি আকার ধারণ করেছে’, বলেন রুহুর কবির রিজভী।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, মন্তব‌্য করে বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে বিরোধী দল দমনে ব্যবহার করে ক্ষমতায় থাকতে চায়। তাই সামাজিক নিরাপত্তা কোথায় গেল তাতে তাদের কিছু যায় আসে না।’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ‌্যে খায়রুল কবির খোকন, মীর সরফত আলী সপু, মনির হোসেন, কাজী আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।