সমালোচনা না লিখতে অনুরোধ

বিনোদন ডেস্ক : ছোট পর্দার গুণী নির্মাতা অনিমেষ আইচ। ২০১৫ সালে মুক্তি পেয়েছে এ নির্মাতার ‘জিরো ডিগ্রি’ সিনেমাটি। এবার তিনি নির্মাণ করেছেন ‘ভয়ঙ্কর সুন্দর’ নামে চলচ্চিত্র। আগামী ৪ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি। তবে মুক্তির পরপরই সিনেমাটি নিয়ে সমালোচনা না লিখতে অনুরোধ করেছেন এই নির্মাতা।

মুক্তিকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় অনিমেষ আইচ বলেন, ‘‘৪ আগস্ট ‘ভয়ঙ্কর সুন্দর’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। মুক্তির সপ্তাহ দুয়েক পর্যন্ত সবাইকে সিনেমাটি নিয়ে সমালোচনা না লেখার অনুরোধ করছি। আগেই সিনেমার গল্পটা আপনারা বলে দেবেন না। কারণ যারা সিনেমাটি হলে গিয়ে দেখার পরিকল্পনা করে থাকেন তারা হয়তো আর সিনেমাটি দেখতে যাবেন না।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন-অভিনেতা সৈয়দ হাসান ইমাম, খায়রুল আনাম সবুজ, আজাদ আবুল কালাম, শহীদুল আলম সাচ্চু, নির্মাতা গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মোস্তফা সরয়ার ফারুকী, গিয়াসউদ্দিন সেলিম, মমতাজ, ভাবনাসহ আরো অনেকে।

সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চ্যাটার্জি ও বাংলাদেশের অশনা হাবিব ভাবনা। এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে ভাবনার।

এ সময় ভাবনা বলেন, ‘অনিমেষের নাটকে অভিনয় করার সময় তার নির্মিত সিনেমায় অভিনয় করার ইচ্ছে জাগে। অবেশেষে তা পূর্ণ হলো। আমার প্রথম সিনেমায় একসঙ্গে এত গুণী মানুষকে পেয়েছি, যা আমার জন্য সত্যি সৌভাগ্যের।’

কথাসাহিত্যিক মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক শব্দ’ অবলম্বনে ‘ভয়ঙ্কর সুন্দর’ নির্মিত হয়েছে। এতে আরো অভিনয় করেছেন-সৈয়দ হাসান ইমাম, মামুনুর রশীদ, ফারহানা মিঠু, দিহান, অ্যালেন শুভ্র, ফারুক আহমেদ, লুৎফর রহমান জর্জ, সমাপ্তি মাসুক প্রমুখ।