ক্রীড়া ডেস্ক : ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে ২২ আগস্ট ব্যাট হাতে ঝড় তোলেন শহীদ আফ্রিদি। ডার্বিশায়ারের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ৪৩ বলে ১০১ রানের ইনিংস খেলে দলকে সেমিফাইনালে তোলেন। শনিবার রাতে সেমিফাইনালে নটিংহ্যামশায়ারের মুখোমুখি হয় আফ্রিদি-জর্জ বেইলিদের হ্যাম্পশায়ার।
১৬৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শহীদ আফ্রিদি ইনিংসের প্রথম বলেই আউট হয়ে যান। সামিত প্যাটেলের করা প্রথম বলটিই তিনি উড়িয়ে মারতে যান। কিন্তু ডিপ মিডউইকেটে আলেক্স হেলসের হাতে ধরা পড়েন। শেষ পর্যন্ত তাদের দল ২৩ রানে হার মানে। বঞ্চিত হয় ফাইনালে যাওয়ার সুযোগ থেকে।
এই ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে শহীদ আফ্রিদিকে নিয়ে। মূলত সমালোচনা হচ্ছে তার ডাক মারা নিয়ে। সমালোচনা হচ্ছে তিনি কতোটা আনপ্রেডিক্টেবল তা নিয়ে। এ নিয়ে তার ক্যারিয়ারে ৮০তম বারের মতো ডাক মারলেন আফ্রিদি। ৮০ বার ডাক মারার মধ্যে ২১ বার প্রথম শ্রেণির ক্রিকেটে, ৪০ বার লিস্ট এ ক্রিকেটে আর ১৯ বার টি-টোয়েন্টি ক্রিকেটে।
কোয়ার্টার ফাইনালে সেঞ্চুরি করায় হ্যাম্পশায়ারের দর্শকদের প্রত্যাশা ছিল অন্তত এই ম্যাচেও ভালো একটি ইনিংস উপহার দেবেন তিনি। কিন্তু সেমিফাইনালে এসে ডাক মারার রেকর্ড গড়লেন বুম বুম আফ্রিদি। তাদেরকে হারিয়ে ২০০৬ সালের পর প্রথমবারের মতো ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালে উঠেছে নটিংহ্যামশায়ার।