
সম্পাদকীয়..
‘নদীর ধারে বাস তো ভাবনা বারো মাস’-এরকম একটি কথা প্রচলিত আছে। চাকরির সুবাদে দুই বছর লালমনিরহাটে থেকে দেখছি তিস্তাপাড়ের মানুষের হাহাকার। আজ আবাস আছে কাল তা নেই হয়ে যায়। কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাটসহ এলাকার মানুষের কাছে শুনি অনেকের করুণ পরিণতি। গাইবান্ধার অবস্থা সবচেয়ে করুণ। বাংলাদেশে ছোট-বড় মিলিয়ে ২৫৪টি নদী আছে। এর মধ্যে প্রধান নদীগুলো হলো- পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র। এ নদগুলোই সবচেয়ে বেশি ভাঙনের শিকার হচ্ছে। বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষণের এক হিসাবে দেখা গেছে, প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগের প্রত্যক্ষ ও পরোক্ষ শিকার হচ্ছে প্রায় ১০ লাখ মানুষ। এদের আবার বেশিরভাগই পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে আশ্রয়হীন হয়ে শহর অভিমুখে ছুটছে। সত্তর ও আশির দশক থেকে এ দেশে নদীভাঙনের তীব্রতা যেমন বেড়েছে তেমনি বেড়েছে ক্ষয়ক্ষতি। প্রতিবছর বাংলাদেশে গড়ে আট হাজার সাতশ হেক্টর জমি নদীতে বিলীন হয়। যার বেশিরভাগ কৃষিজমি। ক্ষতিগ্রস্ত অর্ধেক লোকেরই টাকার অভাবে ঘরবাড়ি তৈরি করা সম্ভব হয় না। তারা হয় গৃহহীন, ছিন্নমূল। এরা সাধারণত বাঁধ, রাস্তা, পরিত্যক্ত রেলসড়ক, খাসচর, খাসজমিতে অবস্থান নেয়। বর্ষাকালে নদীর প্রবাহের বিস্তৃতি অনেক বেশি থাকে। বর্ষা শেষে স্রোত ও পরিধি অনেক কমে যায়। এতে দুকূলে ভাঙন হয়। অনেক স্থানে নদীর দুকূলে স্থাপনা থাকে। এতে নদীর গতিপথ বাধাপ্রাপ্ত হয়। অনেক ক্ষেত্রে নদীপাড়ে শক্তভাবে পাড় দেওয়া হয় না। নদীপথের শেষদিকে স্রোতের বেগ কম থাকে। কিন্তু বর্ষাকালে নদীর দুকূল স্রোতের জলে নরম হয়ে যায়। পরে সেখানে ভাঙন সৃষ্টি হয়। এ ছাড়া অনেক সময় দুর্বল ব্যবস্থাপনার কারণে সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও নদীশাসন বা সরকারি/বেসরকারি বরাদ্দ যথাযথ ব্যবহার হয় না। নদীভাঙনের প্রভাব সুদূরপ্রসারী। এর ফলে গতকালের স্বাবলম্বী আমি আজ ফকির ও আশ্রয়হীন হয়ে যাচ্ছি। ক্ষতিগ্রস্ত মানুষ অভাবের তাড়নায় কিংবা অন্যের চাপের মুখে অবশিষ্ট জমিজমা, গবাদিপশু এবং মূল্যবান সামগ্রী হাতছাড়া করে ফেলে। অনেক পরিবার অতিমাত্রায় ঋণগ্রস্ত হয়ে পড়ে। খাবার পানি ও পয়ঃপরিচ্ছন্নতার তীব্র সংকট দেখা দেয়। নারীদের ব্যক্তিগত বা দৈহিক নিরাপত্তাহীনতা সৃষ্টি হয় এবং নারী নির্যাতন বৃদ্ধি পায়। বৃদ্ধ, নারী ও শিশুদের অনেকে ভিক্ষাবৃত্তির আশ্রয় নেয়। অনেক স্কুল-কলেজ বন্ধ হয়ে যায়। শিশুশ্রম ও শিশু নির্যাতন বৃদ্ধি পায়। বিবাহ বিচ্ছেদ, স্বামী বা স্ত্রী কর্তৃক পরিবার-পরিজন ত্যাগ, বহু বিবাহ ইত্যাদি নেতিবাচক ঘটনা বৃদ্ধি পায়। নদীতে ভেঙে যাওয়া জমি জেগে উঠলে তা দখলের জন্য প্রতিযোগিতা শুরু হয়, কোন্দল-মামলা বাড়ে। ভয়াবহ ভাঙনে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন পদ্মায় বিলীন হয়ে গেছে। ইতোমধ্যে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তা, কমপ্লেক্সের প্রাচীর এবং মসজিদও উত্তাল পদ্মার পেটে চলে গেছে। যে কোনো মুহূর্তেই বিলীন হয়ে যাবে কমপ্লেক্সের পুরনো ভবন। এছাড়া গত সপ্তাহে ৩৫০ ব্যবসা প্রতিষ্ঠান, শতাধিক বাড়িঘরসহ বড় বড় স্থাপনা নদীতে বিলীন হয়ে গেছে। মারাত্মক ভাঙনের মুখে মুলফৎগঞ্জ বাজারের আট শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। পদ্মাতীরের মানুষের রাত কাটছে নির্ঘুম। সর্বগ্রাসী পদ্মা একের পর এক গিলে খাচ্ছে জমি, সড়ক, ঘরবাড়ি, বাজার, স্কুল, হাসপাতাল। চোখের সামনিই বিলীন হয়ে যাচ্ছে সবকিছু। সর্বস্বান্ত, নি:স্ব হয়ে যাচ্ছে মানুষ। শরীয়তপুরের নড়িয়া উপজেলার মানুষ নদী ভাঙনের কারণে সবচেয়ে বেশি হুমকির মুখে পড়েছে। পত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা যায়, পদ্মার তীব্র ভাঙনে নড়িয়া উপজেলায় তিন/চার তলা ভবনসহ শত শত ঘরবাড়ি ও বড় বড় স্থাপনা নদীগর্ভে পদ্মায় বিলীন হয়ে গেছে। ফলে সহায় সম্বলহীন হয়ে পড়েছে পরিবার। গত দেড় মাসে পদ্মার অব্যাহত ভাঙনে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অন্তত সাড়ে তিন হাজার পরিবার বাড়িঘর ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছে। এছাড়া টাঙ্গাইলের ফতেপুর, ফরিদপুরের চরভদ্রাসন রাজবাড়ীর গোয়ালন্দ, রংপুরের কাউনিয়াসহ বিভিন্ন এলাকা নদীভাঙনে বিপর্যস্ত। কুষ্টিয়ায় হুমকির মুখে শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িসহ দুটি ইউনিয়ন। পদ্মার ভয়াবহ ভাঙনে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন। গত কয়েক দিনের অব্যাহত ভাঙনে এ ইউনিয়নের হাজার হাজার বিঘা ফসলি জমি এখন নদী গর্ভে। পদ্মাপারের শত শত পরিবার ফসলসহ জমি ও বসতভিটা হারিয়ে এখন নিঃস্ব। দিশাহারা কৃষকরা। লোকজনের অভিযোগ, বছরের পর বছর নদী শাসন বা খনন না করায় পদ্মা নদীর ভাঙন এবার অন্য যেকোনো সময়ের তুলনায় ভয়াবহ রূপ নিয়েছে। পদ্মা সরতে সরতে ঘনবসতিপূর্ণ এলাকার দিকে এগোতে থাকায় বিভিন্ন সময় এলাকাবাসী সরকারের কাছে আবেদন-নিবেদনসহ মিছিল-বিক্ষোভ করে আসছিল। এ বছরের জানুয়ারিতে হাজার কোটি টাকার একটি প্রকল্প একনেকে পাসও হয়। কিন্তু কাজ শুরুর আগেই পদ্মার ভাঙনে এলাকাবাসী সব হারিয়ে নি:স্ব। শুধু পদ্মা নয়, মেঘনা, যমুনাসহ অন্যান্য নদীও কম-বেশি জনপদ গ্রাস করছে। সরকারের তরফে ভাঙন রোধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। কিন্তু সময় মতো পদক্ষেপ না নেওয়ায় তার খেসারত দিতে হয় নদী পাড়ের মানুষগুলোকে। নদীশাসন বা ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ না নিলে ভাঙন ও ক্ষয়ক্ষতি ক্রমাগত বাড়তে থাকবে। দেশের নদীগুলোর ক্যাপিটাল ড্রেজিং প্রয়োজন। কিন্তু সেরকম কোনো ব্যবস্থা পরিলক্ষিত হচ্ছে না। এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। এছাড়া ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো প্রয়োজন। আমাদের প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ভাঙনরোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। পাশাপাশি ঘরবাড়ি, জমি হারা মানুষের পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা প্রদানে ব্যবস্থা গ্রহণ করবেন।