সম্প্রতি বাবা হয়েছেন শহিদ কাপুর

 

বিনোদন ডেস্ক : সম্প্রতি বাবা হয়েছেন শহিদ কাপুর। আর বিশেষ এই মুহূর্তে তাকে অভিনন্দন জানালেন তার সাবেক প্রেমিকা কারিনা কাপুর।

২৬ আগস্ট মুম্বাইয়ের খারে অবস্থিত হিন্দুজা হেলথকেয়ার সার্জিক্যাল হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন শহিদের স্ত্রী মিরা। শহিদ কাপুরের সন্তানের খবর শুনে মেসেজ পাঠিয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন কারিনা। প্রকাশিত প্রতিবেদন এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

শহিদ কাপুর এবং কারিনা কাপুরের প্রেমের গল্প কারো অজানা নয়। রিল লাইফে তাদের রসায়নের পাশাপাশি রিয়েল লাইফে তাদের প্রেম নিয়ে আলোচনা কম হয়নি।

পরবর্তীতে এ জুটির প্রেমের সম্পর্কে ফাটল ধরে এবং তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এরপর থেকে একে অন্যকে এড়িয়ে চলছিলেন তারা। এমনকি কিছুদিন আগে উড়তা পাঞ্জাব সিনেমার প্রচারণাতেও পরস্পরের মধ্যে দূরত্ব বজায় রেখে চলছিলেন দুজন। হয়তো অতীত ভুলে তাদের মধ্যে বরফ গলানোর চেষ্টা করছেন কারিনা।

শহিদের সঙ্গে ব্রেকআপের পর সাইফের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কারিনার এবং পরে বিয়েও করেন তারা। আগামী বছরের ডিসেম্বরে মা হতে চলেছেন কারিনা। এদিকে গত বছর মিরা রাজপুতকে বিয়ে করেন শহিদ।